এডোবি ইলাস্ট্রেটর সিসি ফাইল ফরমেট | Adobe Illustrator CC Bangla Tutorial

    মাসুদ কম্পিউটার বিডি এর পক্ষে স্বাগমতম! আশা করি সবাই ভাল আছেন। আজকে আলোচনা করবো-

    ADOBE ILLUSTRATOR : এর যে কোন ভার্সনে .ai হলো File সংরক্ষণ করার ডিফল্ট File format. Illustrator  File এর বিভিন্ন Format সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

    Print  করার জন্য  সবার আগে জানতে হবে Adobe Illustrator এর প্রধান ৩টি ফাইল Format  গুলো -  (1) Adobe Illustrator Document (.ai), (2) Illustrator EPS (.eps), এবং (3)  Adobe PDF (.pdf)।

    নিম্নে Format গুলো সম্পর্কে বা সমূহের সংক্ষিপ্ত বিবরণ বর্ণিত হলো, যা আমাদের  Illustrator  Format  সংরক্ষণ করার সময় খুবই  প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে সাহায্য করবেন:

    Adobe Illustrator Document (.ai) সম্পর্কে-

    এ Format টি হলো  খুবই প্রয়োজন ও এডোবি ইলাসট্রেটরের সকল ভার্সনেরই Format  সংরক্ষণ করার নিজস্ব ডিফল্ট File Format করা হয় । এবং সেই সাথে  শুধুমাত্র ইলাসট্রেটরই এই ফরমেটটি সমর্থন করে থাকে। 

    Adobe Illustrator যদিও  আর্টওয়ার্কের অবজেক্টসমূহ  PDF Format এর ভিত্তিতে সংরক্ষিত হয় সেটি ভাল দিক। কিন্তু Adobe Acrobat Reader সঠিকভাবে পড়তে পারে না তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

    মনে রাখবেন যে, আপনি যখন Adobe Illustrator  এ কোন File  সংরক্ষণ করবেন  তখন ডিফল্ট অবস্থায় নিজস্ব Adobe Illustrator  File Format (.ai) এ সংরক্ষণ হবে এবং File টির ট্রান্সপারেন্সি এবং এডিট করার সুবিধাসহ সংরক্ষিত হয়.

    তবে আপনাকে অবশ্যই  পরবর্তীতে File টি  Edit করার প্রয়োজন হতে পারে,  কিংবা Photoshop বা Indigenous এ ব্যবহার করার জন্য  আপনার সবচেয়ে সেরা Format  হলো .ai Format । ai ফরমেট সব কাজ অনেক সুবিধা রয়েছে।

    বিভিন্ন ধরনের হতে পারে বা  আপনি যদি Adobe Illustrator  Format টি এর বিভিন্ন এ ব্যবহার করতে পারে বা  চান তবে তা করতে পারবেন .eps ফরমেটে ।

    আপনি কিভাবে Adobe Illustrator   এর নিজস্ব Format (.ai) File সংরক্ষণ করবেন বা করতে চান ?

     তা আমার বিস্তারিত জানার চেষ্টা করবো 1)   Adobe Illustrator EPS (.eps), অনেকে প্রশ্ন করতে পারেন  যে EPS পূর্ণরূপ  কি ?

    আমরা অনেকে জানি যে,  Encapsulated PostScript  হলো .eps ফাইল ফরমেট এর পূর্ণরূপ।  তাহলে  .eps Format ফরমেটটি সর্বাধিক সমস্ত  স্ট্যান্ডার্ড Graphics application সমর্থন করে থাকে। তবে দুর্ভাগ্য যে .eps File  Format  টি স্বচ্ছতা (Transparency) সমর্থন করতে চাই না বা করে না ।

    যখন আপনি  কোন File  .eps ফাইল ফরমেটে করতে চান বা সংরক্ষণ করা হয়, আপনাকে  তখন তার ভেতরেই .ai Format  টির একটি Copy ও  সংরক্ষিত হতে পারে। তাই  যার ফলে আপনাকে  পরবর্তীতে এই .eps File  ফরমেটটি Adobe Illustrator এ Edit করা যায়।

    আপনি দীর্ঘ দিন ধরেই মুদ্রণ বা ছাপার কাজ করে চলছেন কিন্তু  কোয়ার্ক এক্সপ্রেস (Quark XPress) Program Illustrator file নিয়ে কাজ করার জন্য .eps File format ব্যবহৃত হয়ে আসছে। তবে আপনাকে অবশ্যই জানতে হবে যে কেন সমর্থন কমে যাচ্ছে তার কারণ হলো:  সম্প্রতি ইলাসট্রেটরের .eps format টির সাইজের বড় এবং ট্রান্সপারেন্সি সমর্থন না করার কারণে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।

    তবে আপনাকে ব্যক্তিগতভাবে আমি নিজে .eps File  format টি ব্যবহার করি না। তার কারণ হলো Photoshop এবং InDesign এ কাজের জন্য Illustrator এর .ai format টি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনার  ইলাসট্রেটরের নিজস্ব .ai File  format ব্যবহারের সুবিধা রয়েছে এবং File size ও অনেক ছোট  ও বড় করা যায় সেই সাথে অনেক সুযোগ সুবিধা রয়েছে।

    কিভাবে আপনি ইলাসট্রেটরে .eps File  format সংরক্ষণ করবেন?

     আপনাকে অবশ্যই  Adobe PDF (.pdf) পিডিএফ (.pdf) ফাইল সম্পর্কে জানতে হবে তাছাড়া  এক্সটেনশনটি কি তা আমরা সকলেই জানি। এর পূর্ণরূপ হচ্ছে Portable Document Format।

    আপনি যখন ইলাসট্রেটরে থেকে File সংরক্ষণ করার সময় এক্সটেনশন হিসেবে পিডিএফ  নির্ধারণ করে থাকেন, তখন আপনাকে File টি PDF রিডার সহজেই ওপেন করতে পারবেন।

    আপনাকে ইলাসট্রেটরের এ PDF ফাইলটি সংরক্ষণ করার সময় আপনাকে Preserve Illustrator Editing Capabilities চেকবক্সটি Select করলে যা  (অবশ্য Default অবস্থায় এটি Select অবস্থায় থাকে চিন্তার কোন কারণ নেই ) স্বয়ংক্রিয়ভাবে .ai এর নিজস্ব  format এর একটি Copy সংরক্ষিত হয়।

    সংরক্ষিত ফাইলটি আপনি যেকোন সময় বা  পরবর্তীতে Open ও edit করতে পারবেন।  কিন্তু যদি চেকবক্সটি ডিসিলেক্ট করে থাকেন তবে File এর  size অনেক হ্রাস পাবে তবে আপনাকে পরবর্তীতে Edit  করার সুবিধা থাকে না।

    আমি সাধারণত  Illustrator থেকে pdf  হিসাবে সংরক্ষণ করার Recommendations করি না।

    কিভাবে আপনি  ইলাসট্রেটরে .pdf format এর ফাইল সংরক্ষণ করবেন?

    মনে রাখবেন যে,  Illustrator Template (.ait) ইলাসট্রেটরের (.ait) এক্সটেনশনটি হলো Template file. আপনাকে জানতে হবে, Illustrator টেমপ্লেট হলো প্রিন্ট মেটেরিয়াল, Web pages, Mobile Mockups, Logo,  ফিল্ম এবং ভিডিও গ্রাফিক্স এর জন্য পূর্ব থেকে তৈরি করা নির্দিষ্ট File  format. যা একই ধরণের Illustrator  স্টাইল ও ফরমেটিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

    কিভাবে আপনি Illustrator .ait ফরমেটে ফাইল সংরক্ষণ করবেন?

    মনে রাখবেন যে, SVG Compressed (.svgz) and SVG (.svg) Illustrator (.svg) এক্সটেনশনটির পূর্ণরূপ হলো: যেমন-  Scalable Vector Graphics। এটি ২-ডায়মেনশনাল ভেক্টর গ্রাফিক্স বর্ণনা করার তা XML Markup Language।

    Illustrator (.svg) Vector shape, path, raster graphics in format এবং টেক্সট কনটেন্ট হিসেবে থাকতে পারে। সাধারণত ওয়েব বেইজড কাজের ক্ষেত্রে এই format টি বহুল ব্যবহৃত হয়ে থাকে।

    কিভাবে আপনি ইলাসট্রেটরে .svg ফরমেটে ফাইল সংরক্ষণ করবেন?

    উত্তরে হবে- Illustrator  সমর্থিত এক্সটেনশনসমূহ Adobe Illustrator প্রায় ১২ ধরণের File ফরমেটে এক্সপোর্ট করতে পারে, যা বিভিন্ন program এর মাধমে সহজেই ব্যবহার করা যায়।

    যেমন: .jpg, png, swf (Flash), .bmp, .tif, .txt (text format), .wmv (Windows Meta File) এবং .dxf (AutoCAD)ইত্যাদি ।তবে এটি ২-ডায়মেনশনাল Vector graphics বর্ণনা করার XML Markup Language.

    Illustrator File  format নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আমি আশা রাখছি, টিউটোরিয়ালটি তথ্য সমৃদ্ধ হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না। 

    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3