SSL কি?
SSL এর পূর্ণরূপ হল (Secure Socket Layer) এই লেয়ারের মধ্যে দিয়ে যখন কোন তথ্য আদান প্রদান করা হয় তখন তা এনক্রিপ্টেড আকারে সুরক্ষিত হয়ে যায়। এসএসএল সার্টিফিকেটকে ওয়েবসাইটের আইডেনটিটির ডিজিটাল সার্টিফিকেট বলা হয়। এসএসএল আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমের আগে https যুক্ত করে দেয়।
SSL এর কাজ কি?
এসএসএল ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে একটি সুরক্ষিত টানেল তৈরি করে। যার ফলে যখন ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে কোন তথ্য আদান প্রদান হয় তখন তা এই সুরক্ষিত টানেলের মধ্যে দিয়ে হয়ে থাকে।
যেহেতু এই সুরক্ষিত টানেলের মাধ্যমে এনক্রিপ্টেড আকারে ডেটা আদান-প্রদান করা হয়, কোনও তৃতীয় পক্ষ বা হ্যাকার সহজেই এটি অ্যাক্সেস করতে পারে না এবং অ্যাক্সেস মঞ্জুর করা হলেও, ডেটা এনক্রিপ্ট করা নিয়ে কোনও সমস্যা নেই।
SSL ওয়েবসাইটের অরিজিনাল মালিকানা নিশ্চিত করে যার ফলে থার্ডপার্টি কেউ ওয়েবসাইটের ক্লোন তৈরি করলেও প্রবলেম হয়না। কেননা এসএসএল এর মাধ্যমে একমাত্র অরিজিনাল মালিক ই ইউজারদের কাছে ট্রাস্টেড হয়।
যদি কোনো ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে, তাহলে এটি এমন একটি নিরাপদ প্যাডলক দেখাবে।
এসইও তে ভালো করার জন্য বর্তমানে প্রত্যেকটা ওয়েবসাইটে SSL Certificates থাকা বাধ্যতামূলক। গুগল এটা অফিসিয়ালি নিশ্চিত করেছে যে ওয়েবসাইটে এসএসএল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর।
এসএসএল কত প্রকার?
কাজের উপর ভিত্তি করে বর্তমানে 5 টি প্রধান ধরনের SSL রয়েছে -
- EV SSL
- OV SSL
- DV SSL
- Wildcard SSL
- Multi-Domain SSL (MDC)
EV SSL
EV এর পূর্ণরূপ হলো (Extended Validation) এটি সব থেকে বেশি নিরাপদ এসএসএল। EV SSL Certificates সেটাআপ এর জন্য ডোমেইন এর ওনার কে আইডেনটিটি ভেরিফিকেশন করতে হয়।
এডভান্স এবং লেটেস্ট সব টেকনোলজি ফ্রেন্ডলি করে এই এসএসএল তৈরি করা হয়েছে। যার ফলে Microsoft Internet Explorer 7+, Opera 9.5+, Firefox 3+, Google Chrome, Apple Safari 3.2+ and iPhone Safari 3.0+ এবং নতুন সব হাই সিকিউরিটি ব্রাউজারে EV SSL কাজ করে।
EV SSL ব্যবহার করলে ওয়েব এড্রেসবারে গ্রিন কালার শো করে এবং সেখানে অগরানাইজেশনে বা বিজনেসের ইনফরমেশন শো করে। এর কারণে ইউজারের কাছে অধিক টাস্ট্র অর্জন করে। EV SSL Certificates সরকারি,বেসরকারি প্রায় সব ধরণের কাজে ব্যবহার হয়। যারা তাঁদের ওয়েবসাইটে হাই সিকিউরিটি নিশ্চিত করতে চায় তাঁদের জন্য EV SSL Certificates বেস্ট চয়েজ কিন্তু অনান্য সব এসএসএল এর তুলনায় এটি অনেক এক্সপেনসিভ।
OV SSL
OV এর পূর্ণরূপ হলো (Organization Validation)। OV SSL এর প্যাডলকে ক্লিক করলে কোম্পানী বা অরগানাইজেশনের ইনফরমেশন শো করে যেমন কোম্পানীর নাম, এড্রেস, ক্রান্ট্রি ইত্যাদি।
DV SSL এর চেয়ে OV SSL ইউজারের কাছে বেশি ট্রাস্টেড। তবে সমস্যা হলো OV SSL এর জন্য ভেরিফিকেশন প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়, যার ফলে এটি পেতে কিছুদিন সময় লাগে। এই এসএসএল এর প্রধান কাজ ট্রানজেকশনের মতো সেনসিটিভ কাজগুলোর ইনফরমেশন এনক্রিপটেড করা। EV SSL এর পরেই এটির অবস্থান এবং প্রাইজের দিক থেকেও OV SSL সেকেন্ড হাইস্ট।
DV SSL
DV এর পূর্ণরূপ হলো (Domain Validation) ২০০২ সালে সর্বপ্রথম GeoTrust এই ডোমেইন ভ্যালিডেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউটেড করে। EV SSL এবং OV SSL এর থেকে DV SSL লো লেভেলের, তবে মজার বিষয় হলো এই দুইটির তুলনায় DV SSL এর ভেরিফেকেশন সহজ।
যে কারণে মাত্র ১ মিনিটের ভেতরেই DV SSL জেনারেট হয়। EV এবং OV এর তুলনায় DV SSL এর প্রাইজ কম, ছোট ব্লগ সাইট এবং ওয়েবসাইট এর জন্য এটি বেস্ট। কিন্তু সমস্যা হলো বাকি দুইটার তুলনায় এটার এনক্রিপশন স্ট্রং না।
Wildcard SSL Certificates
Wildcard SSL সার্টিফিকেট মূলত সিঙ্গেল ডোমেইন এবং ওই ডোমেইনের সব সাব-ডোমেইনের জন্য। এটি সবথেকে জনপ্রিয় এসএসএল কেননা অধিকাংশ হোস্টিং প্রভাইডার সি-প্যানেলের সাথে এই এসএসএল ফ্রি দিয়ে থাকে। এর জনপ্রিয়তার আরেকটি কারণ হল অনেক জনপ্রিয় CDN যেমন CloudFlare Wildcard বিনামূল্যে SSL প্রদান করে।
Multi-Domain SSL (MDC)
Multi-Domain SSL কে শর্টকার্টে MDC বলা হয়ে থাকে। একটি Multi-Domain SSL এর মাধ্যমে প্রায় ১০০ টারও বেশি ডোমেইন প্রোটেক্টে করা যায়। যারা একের অধিক ওয়েবসাইট রান করে থাকে, তাঁদের জন্য মাল্টি ডোমেইন এসএসএল বেস্ট অপশন।
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।