এক্সেল এর কাজ ও শেখার নিয়ম দিয়েই শুরু করছি মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর সম্পূর্ণ বাংলা ভাষায় টিউটোরিয়াল। পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে পুরো এক্সেল ২০০৭ এর বিভিন্ন কার্যকরী কমান্ডসমূহ বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ।
মাইক্রোসফট এক্সেল ২০০৭ কি?
Microsoft Excel হচ্ছে যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কর্তৃক তৈরি এবং বাজারজাত করা একটি বহুল প্রচলিত Spreadsheet এ্যানালাইসিস প্যাকেজ এপ্লিকেশন। বর্তমানে Microsoft Excel 2016 সংস্করণ বাজারে চালু রয়েছে। এটি মুলত Microsoft Office Application প্যাকেজের অন্তর্গতএকটি এপ্লিকেশন।
মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর কাজ
Microsoft Excel 2007 কে আমরা বিভিন্ন রকম গাণিতিক পরিগণনা, ডাটা বিশ্লেষণ, তথ্য ব্যবস্থাপনা, চার্টের ব্যবহার করা যায়। আমরা বিভিন্ন তথ্য একত্রিত করে ডেটা উপস্থাপনের জন্য বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করতে পারি। Excel 2007 এর বিস্তৃত ওয়ার্কশিটটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বিধায় একে স্প্রেডশীট এনালাইজার প্রোগ্রাম বলা হয়। মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর বহুবিধ ব্যবহার এর জনপ্রিয়তাকে করে তুলেছে আকাশ চুম্বি। আজকাল চাকুরি, ব্যবসা, কিংবা পড়ালেখার ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার।
মাইক্রোসফট এক্সেল 2007 খুব সহজ একটি এপ্লিকেশন। এটি শিখবার জন্য প্রশিক্ষণের প্রয়োজন নেই। এটি বারবার ব্যবহার করে একজন একজন ব্যবহারকারী নিজের অজান্ত এক্সেল প্লেস্টারে দক্ষ হয়ে উঠবেন। তাই এই পোস্টটিলিতে এমনটি খুঁজে বের করার জন্য
মাইক্রোসফট এক্সেল শেখার নিয়ম
মাইক্রোসফট এক্সেল ২০০৭ শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ জানা থাকলে ভালো হয়; জানা না জানা শেখা সম্ভব।
কোন কিছু শেখার জন্য চাই এবং মনে করুন। প্রতিনিয়ত কিছু কিছু মনে করুন।
এটি মাইক্রোসফট এক্সেল ২০০৭ টিউটোরিয়াল এর প্রথম পর্ব। আমাদের সাথে যোগাযোগ; পর্যায় অনুসারে বিভিন্ন পর্বগুলো সামনে তুলে ধরার চেষ্টা, ইনশাআল্লাহ।
মাইক্রোসফ্ট এক্সেল 2007 প্রোগ্রাম রান করার নিয়ম
কম্পিউটারের বাটন চেপে কম্পিউটার চেষ্টা করুন।
দেখুন ৭-এর স্টার্ট মেনুতে ক্লিক করুন প্রোগ্রাম/সমস্ত প্রোগ্রাম এ ক্লিক করুন।
মাইক্রোসফট এক্সেল 2007 খুঁজে বের করুন এবং ক্লিক করুন।
নোট:প্যাটপেট রাখা এক্সেল প্লাস আইকন ডাবল এবং টাস্কবারে রাখা এক্সেল প্লে আইকন সিঙ্গেল ক্লিক করে রানা করা যাবে। এছাড়াও কী কমান্ড তৈরি করা বা শর্ট মেনু থেকে এক্সেল রানা করা যায়।
মাইক্রোসফট এক্সেল 2007 এর পিডিএফ ফরমেট ও উদাহরণ সহযোগে সহজ বাংলা টিউটোরিয়াল
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।
আপনার জন্য আরো কিছু পোস্ট
- Typing Speed Test
- Word To PDF Converter
- PNG Image To PDF Converter
- How to Showcase services in Homepage of Blogger
- ডিজিটাল মার্কেটিং কী? ফেসবুক মার্কেটিং কেন, কীভাবে করবেন?
- কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন?
- How to Embed PDF in Blogger
- মাসুদ কম্পিউটার বিডি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে
- Get Unlimited Keyword Ideas With Free Keyword Finder
- Right Click Speed Test