ডিগ্রি উপবৃত্তি ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।
ডিগ্রি উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ বা নিবন্ধনের নিয়ম ভাল করে জেনে নিন।
ডিগ্রি উপবৃত্তির আবেদন ২০২২
বৃত্তির নাম : প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর স্নাতক (পাস) উপবৃত্তি ২০২২
আবেদনের তারিখ ৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২২
অনলাইনে আবেদন লিংক : http://estipend.pmeat.gov.bd
আবেদনের নির্দেশিকা (PDF) : ক্লিক করুন
২০২১০-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট”-এর উপবৃত্তি শাখা
আবেদন ফরম পূরণ বা নিবন্ধন করতে হবে অনলাইনের মাধ্যমে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি ২০২২
উপবৃত্তির কর্তৃপক্ষ : প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট
যেসব বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা পাবেন : ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
যে স্তরের শিক্ষার্থীরা
পাবেন : ডিগ্রি অর্থাৎ স্নাতক (পাস) / সমমান
যেসব শিক্ষাবর্ষের
শিক্ষার্থীরা পাবেন : ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০
(৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ)
বৃত্তির টাকার পরিমাণ : –
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন
ডিগ্রির উপবৃত্তির আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমে http://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে । উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password পাঠানো হবে। “ব্যবহার নির্দেশিকা”র শর্তাবলি অনুসরণ করে ৯/০১/২০২২ থেকে ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৮/০২/২০২২ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে পাঠানোর অনুরােধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট”-এর উপবৃত্তি শাখা।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির শর্তাবলি
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি (পাস) / ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন
ডিগ্রি উপবৃত্তি কত টাকা
উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি।
ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।
How to play online casino at Borgata Casino - Jancasino
ReplyDeleteBorgata 메리트카지노 Casino. A well known Atlantic https://www.communitykhabar.com city located in Atlantic aprcasino.com City. Borgata Casino has a long www.ambienshoppie.com history of gaming in jancasino카지노 the Marina District.