পৃথবী জুড়ে কোম্পানীগুলোর কাজের ধরণ বদলে গেছে বহু আগে। অধিকাংশ কোম্পানীই এখন সরাসরি লোকজন না নিয়ে তাদের অফিসিয়াল কাজগুলো আউটসোর্স মার্কেটগুলো থেকে করিয়ে নেয়। আর যারা কাজ করে দেয়, তাদের সংখ্যা তো অগণিত। আমরা যেখানে থাকিনা কেন অনলাইনের মা্ধ্যমে নানার প্রকার অফিসিয়াল কাজগুলো করতে পারবো।
আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট :
এখানে আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হচ্ছে। আউটসোর্সিং আপনাদের পছন্দ মত কিংবা আপনার যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে মিলে যায়, এমন সাইটগুলোতে কাজ করা শুরু করতে পারেন। আপনার যোগ্যতা এবংদক্ষতার খুবই প্রয়োজন রয়েছে । আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে মাসুদ কম্পিউটার বিডি এর সাইটের সাথে থাকবেন। আমরা গুরুত্বর সাথে আউটসোর্সিং কি ভাবে শিখতে হয় আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা সেরা ১০টি ওয়েবসাইট আগে কিভাবে করবো তা জানার চেষ্টা করি।
এগুলো অবশ্যই পড়ুন -
আমি নতুন কিভাবে আউটসোসিং শিখব?
আপওয়ার্ক – আপনাকে আপওয়ার্ক ডাকছে: আপনাকে অবশ্যই আপওয়ার্ক সম্পর্কে ভাল করে জানতে হবে। সেই সাথে আমি বলি আপওয়ার্কে দক্ষ অদক্ষ সবার জন্যই কাজের সুবিধা রয়েছে। তাছাড়া আপনি যদি দক্ষ হলে তো কোন কথাই নেই, অনায়াসে কাজ পেয়ে যাবেন। আর অদক্ষ হলে আপনার জন্য অপশন হচ্ছে ‘entry-level’ এ জয়েন করা। শুরুর দিকে কাজ পেতে সময় লেগে যাবে। হতাশ হওয়ার কোন কারণ নেই। কিন্তু একবার একটা কাজ পেয়ে সেটাকে সফলভাবে সম্পন্ন করে দিতে পারলে ধীরে ধীরে আপনার কাজ বাড়তে থাকবে। যদি আপনার দক্ষতা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন করুন।
টপটাল – আপনি হতে পারেন টপ প্রি-ল্যান্সার:টপটাল মূলত টেকনোলোজি লাভারদের জন্য। আপনি যদি একজন সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা একজন ওয়েব ডেবেলপার অথবা একজন সিস্টেম অ্যানালাইজার হয়ে থাকেন, তবে এ সাইটটি আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে।যদি আপনার দক্ষতা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন করুন।
ফ্রি-ল্যান্সার – কাজের ফ্রিডম যেখানে রয়েছে: আপনার যদি প্রতিযোগীতা মূলক মানসিকতা থাকে, যদি নিজেকে আউটসোর্সিং কাজের জন্য প্রস্তুত করে নিয়ে থাকেন, তাহলে প্রি-ল্যান্সার আপনার জন্য কাজের প্রিডম রেখে দিয়েছে। আপনি অনায়াসে এ সুযোগ পিক করতে পারেন। অন্য সাইটগুলোর সঙ্গে এ সাইটের সবচেয়ে বড় ভিন্নতা হচ্ছে, এখানে আপনাকে অন্য প্রি-ল্যান্সারদের সাথে প্রতিযোগীতা করে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আর তাতেই খুলে যাবে আপনার আয়ের উৎস, ভবিষ্যৎ সম্ভাবণার দ্বার।যদি আপনার দক্ষতা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন করুন।
কলেজ রিক্রু্টার – আপনি কলেজ থাকতে শুরু করুন আয়: আপনি যদি এখনো পড়াশুনার মাঝে থেকে থাকেন, তাহলে আপনারও সুযোগ রয়েছে কলিগ রিক্রুটারে জয়েন করে বাড়তি উপার্জনের। যারা একটু কম দক্ষ, তাদের জন্য এই সাইট হতে পারে সেরা পছন্দ।যদি আপনার দক্ষতা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন করুন।
গুরু – নিজেই হয়ে উঠুন নিজের সেরা গুরু: এ সাইটে প্রত্যেক প্রি-ল্যান্সারকেই একটি করে ওয়ার্ক রুম দেয়া হয়। আপনার রুমেই আপনি কাজ করবেন। নিজের মত সাজিয়ে নেবেন নিজের রুম, রাখবেন পুরনো কাজের উদাহরণ যা দেখে ক্লায়েন্ট আপনাকে চিনবে, আপনার কাজ সম্পর্কে ভাল ধারণা পাবে।আর এ সাইটের অটোমেটিক ক্রলার খুঁজে খুঁজে আপনার উপযোগী কাজগুলো আপনার রুমের টেবিলে এনে রাখবে যাতে পরবর্তীতে আপনি সেগুলো দেখে বাচাই করে পছন্দের কাজটি করতে পারেন। দারুন না! তাই যদি আপনার দক্ষতা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন করুন।
ফ্রি-ল্যান্সার হিসেবে কাজ করা আসলেই দারন। আমাদের মনে রাখতে হবে এখানে আপনি নিজেই আপনার বস। মন চাইছে না কিংবা শরীরটা একটু মেজ মেজ করছে কিংবা একটু শুয়ে থাকতে ইচ্ছে করছে; কোন সমস্যা নাই। অফিসের মালিক তো আপনি নিজেই। তাই আপনি পাবেন কাজের স্বাধীনতা,আমরা সবাই স্বাধীনতায় জীবন যাপন করতে ভালবাসি। তাই আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট এর ৫টির সঙ্গে আজ পরিচিত হলেন। বাকী ৫টির সঙ্গে পরিচয় ঘটবে শীঘ্রই।
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।