কম্পিউটারের গঠণ প্রণালী


    কম্পিউটারের গঠনপ্রণালীঃ
    একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করতে দু’টো প্রধান অংশের প্রয়োজন হয়। সেগুলো হলো-
    (১) হার্ডওয়্যার (২) সফটওয়্যার।
    ১) হার্ডওয়্যারঃ কম্পিউটার তৈরি করতে যেসব শক্ত জিনিষের ব্যবহার করা হয়েছে তার সবগুলোকেই হার্ডওয়্যার বলে।এক কথায় আমরা চোখের সামনে কম্পিউটারের যে সব ডিভাইস বা যন্ত্রগুলো দেখি তা সবই হার্ডওয়্যার। যেমন- মনিটর, সিপিইউ,কীবোর্ড, মাউস ইত্যাদি হার্ডওয়্যারের অন্তর্গত। এই হার্ডওয়্যারের ভিত্তিতে কম্পিউটারকে আবার চারটি অংশে বিভক্ত করা যায়। সেগুলো হলো-
    (ক) ইনপুট অংশ।
    (খ) কেন্দ্রিয় প্রক্রিয়াজাত করণ অংশ।
    (গ) মজুদ কেন্দ্র বা স্মৃতি অংশ।
    (ঘ) আউটপুট অংশ।
    (ক) ইনপুট অংশঃ যে অংশের সাহায্যে কম্পিউটারে কোন নির্দেশ বা তথ্য প্রবেশ করানো হয় সেই অংশকেই ইনপুট অংশ বলা হয়।পরবর্তীতে সেই নির্দেশ বা তথ্যের ভিত্তিতেই কম্পিউটার যাবতীয় কাজ সম্পাদন করতে পারে।বিভিন্ন মাধ্যমের সাহায্যে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো যায়। তবে এরমধ্যে উল্লেখযোগ্য হলো কীবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, মাইক্রোফোন ইত্যাদি এবং এগুলো সবই ইনপুট অংশের অন্তরভুক্ত।
    (খ) কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশঃ যে অংশে কম্পিউটারের যাবতীয় তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রক্রিয়াজাত করা হয় সেই অংশকেই বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ।এই অংশটি হলো কম্পিউটারের মূল বা প্রাণকেন্দ্র।আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে মগজ যেমন আমাদের সবধরণের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে-ঠিক তেমনি এই অংশ কম্পিউটারের অভ্যন্তরে সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেগুলোকে প্রক্রিয়াজাত করে। তারপর সেই প্রক্রিয়াজাত করা তথ্যকে পাঠ উপযোগি করে প্রেরণ করে আউটপুট অংশে।
    (গ) মজুদ কেন্দ্র বা স্মৃতি অংশঃ যে অংশে কম্পিউটারে প্রবেশ করানো তথ্যকে সংরক্ষণ করে রাখা যায় সেই অংশকেই মজুদ কেন্দ্র বা স্মৃতি অংশ বলে।কম্পিউটারে কোন তথ্য প্রবেশ করিয়ে তার ফলাফল দেখলেই কাজ শেষ হয়ে যায় না।সেগুলো জমা করে রাখারও প্রয়োজন হয়ে পড়ে।অনেক সময় কম্পিউটারে কাজ করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য বা নির্দেশ প্রদাণ করতে হয়। এগুলো আগে থেকেই কম্পিউটারে প্রবেশ করিয়ে রাখা যায়।কম্পিউটারের এই স্মৃতিকে দু’টি প্রধান ভাগে ভাগ করা হয়।
    (১) ভেতরের স্মৃতিঃ যে স্মৃতিধারক কম্পিউটার যন্ত্রের ভিতরে থাকে সেই স্মৃতিধারককে বলা হয় ভেতরের স্মৃতি। এই স্মৃতি আবার দুই প্রকার। যেমনঃ রিড অনলি মেমোরী বা রম ও র‌্যানডম একসেস মেমোরী বা র‌্যাম।
    ক. রিড অনলি মেমোরী বা রমঃ যে স্মৃতির মধ্যকার তথ্যকে কেবলমাত্র পড়া যায় কিন্তু কোন পরিবর্তন করা যায় না, সেই স্মৃতিকে বলা হয় রিড অনলি মেমোরী বা রম।এই স্মৃতিকে আবার কম্পিউটার চালানোর প্রাথমিক স্মৃতিও বলা হয়ে থাকে।সাধারণত: কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই ধরণের স্মৃতির মধ্যে কিছু প্রয়োজনীয় তথ্য বা নির্দেশ স্থায়ীভাবে দিয়ে দেন।
    খ. র‌্যানডম একসেস মেমোরী বা র‌্যামঃ যে স্মৃতির মধ্যকার তথ্যকে দেখা যায়, পাঠ করা যায় এবং প্রয়োজনে পরিবর্তন করা যায় সেই স্মৃতিকেই র‌্যানডম একসেস মেমোরী বা র‌্যাম বলে। এই ধরণের স্মৃতি হচ্ছে অস্থায়ী। কারণ এই স্মৃতির মধ্যকার তথ্যকে ব্যবহারকারী তার ইচ্ছামত পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে।
    (২)বাইরের স্মৃতিঃ কম্পিউটারের বাইরে যে মাধ্যমে কোন তথ্যকে সংরক্ষণ করা হয় সেই স্মৃতিকেই বলা হয় বাইরের স্মৃতি। এই স্মৃতি কম্পিউটারের যাবতীয় তথ্য সংরক্ষণ স্মৃতি।ব্যবহারকারী তার তথ্য কম্পিউটারে সরক্ষণ করতে চাইলে এই স্মৃতির সহযোগিতা বা সাহায্য নিতে হবে। এই স্মৃতির উদাহরণ হলো- হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক ইত্যাদি।এই বাইরের স্মৃতিধারকগুলো সাধারণভাবে যে কোন কম্পিউটারেই ব্যবহার করা যায়। ইদানিং বাজারে বেশ কিছু নতুন ও উপযোগি বাইরের স্মৃতিধারক পাওয়া যাচ্ছে। এরমধ্যে সিডি বা কম্প্যাক্ট ডিস্ক, এমও ডিস্ক, জিপ ডিস্ক, সুপার ডিস্ক ইত্যাদি।কিন্তু এধরণের স্মৃতিধারককে ব্যবহারের জন্য আলাদা ধরণের ডিভাইস বা ড্রাইভ দরকার হয়।
    (ঘ) আউটপুট অংশঃ যে অংশে কম্পিউটারের যাবতীয় ফলাফল প্রদর্শিত হয় সেই অংশকেই বলা হয় কম্পিউটারের আউটপুট অংশ। এই অংশটা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে আমাদের যাবতীয় কাজের ফলাফল প্রদর্শিত হয়।কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য বিভিন্ন ধরণের ডিভাইস বা মাধ্যম রয়েছে।এরমধ্যে প্রাথমিক বা উল্লেখযোগ্য হলো মনিটর। কম্পিউটারের সামনে থাকা টেলিভিশনের মতো দেখতে এই যন্ত্রটির নাম মনিটর। মনিটরের পর্দায় আমাদের বা ব্যবহারকারীর যাবতীয় কাজের ফলাফল ফুটে উঠে।এই মনিটরের অপর নাম ভিডিইউ বা ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট। এছাড়া ফলাফল কাগজে প্রিন্ট করে নেওয়ার জন্য রয়েছে প্রিন্টার। শব্দের ফলাফল শোনার জন্য আছে স্পীকার ইত্যাদি।
    ২) সফটওয়্যারঃ সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণশক্তি। কম্পিউটার চালাতে যে প্রাণশক্তি দরকার হয় তাকে সফটওয়্যার বলে। মানুষের যেমন হাত, পা, কান, মাথা ইত্যাদি থাকলেই চলে না- তার সাথে থাকতে হয় প্রাণশক্তি। তেমনি শুধু হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার চলে না। একে চালাতে হলে চাই সফটওয়্যার। হার্ডওয়্যার খালি চোখে দেখা যায় কিন্তু সফটওয়্যার দেখা যায় না। কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়ে থাকে।
    (ক) সিষ্টেম সফটওয়্যার: কম্পিউটারকে প্রাথমিক ভাবে চালু করার জন্য যে ধরণের সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সিষ্টেম সফটওয়্যার বলে। সাধারণত: এটিকে ডস বা ডিস্ক অপারেটিং সিষ্টেমও বলা হয়ে থাকে।
    (খ)এপ্লিকেশন সফটওয়্যার: প্রাথমিক ভাবে কম্পিউটার চালু হওয়ার পর লেখা, ছবি আঁকা, গান শোনা বা কোন ডিজাইন করা ইত্যাদি কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহৃত হয় তাকে এপ্লিকেশন সফটওয়্যার বলে। কম্পিউটারে অনেক ধরণের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে উইন্ডোজ,মাইক্রোসফট ওয়ার্ড, মাউক্রোসফট একসেল, এডোবি ফটোশপ, কোয়ার্ক এক্সপ্রেস, কোরেল ড্র, এডোব পেজমেকার ইত্যাদি এপ্লিকেশন সফটওয়্যার গুলি বেশী ব্যবহার করা হয়ে থাকে। এপ্লিকেশন সফটওয়্যারের দিগন্ত অনেক বিস্তৃত, এর যেন কোন শেষ নেই। বড় বড় কোম্পানী গুলি তাদের কাজের সুবিধার জন্য নিজেরা সফটওয়্যার তৈরী করে নিচ্ছেন।আমরা যে ভিডিও গেম খেলি এটাও একটি এপ্লিকেশন সফটওয়্যার।
    (গ) ইউটিলিটি সফটওয়্যার: কম্পিউটার চালাতে গেলে ব্যবহারকারীকে মাঝে মাঝে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু উপযোগি সফটওয়্যার তৈরী করা হয়ে থাকে। এই ধরণের সফটওয়্যারের নাম ইউটিলিটি সফটওয়্যার। কম্পিউটার থেকে ভাইরাস দুর করবার জন্য যেমন ব্যবহৃত হয় এন্টি ভাইরাস সফটওয়্যার।
    এছাড়া আরও এক ধরণের সফটওয়্যার আছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের কাছে মোটেও সুখকর নয়। কারণ এই সফটওয়্যারটির নাম হচ্ছে ভাইরাস সফটওয়্যার।মানুষ যেমন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে তেমনি আমাদের কম্পিউটারও ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অসুস্থ্য হয়ে পড়ে। এমন কিছু ভাইরাস সফটওয়্যার আছে যা পুরো কম্পিউটার সিষ্টেমকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীতে যুগ যুগ ধরে ভাল জিনিষের পাশাপশি মন্দ জিনিষ ভাগাভাগি করে আছে এবং থাকবে। কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো যেমন প্রতিভাবান বিজ্ঞানীরা বা গবেষকরা তৈরী হরে থাকেন তেমনি অসৎ চরিত্রের গবেষকরা এই ধরণের ভাইরাস সফটওয়্যার তৈরী করে থাকেন।
    কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে হলে অন্যের নিকট থেকে আনা কোন সিডি বা ফ্লপি ডিস্ক ভাইরাস আক্রান্ত কিনা তা না জেনে কম্পিউটারে প্রবেশ করানো উচিৎ নয়।আবার ইন্টারনেট থেকে কোন ভাইরাস আক্রান্ত সফটওয়্যার নিজের কম্পিউটারে ডাউনলোড করে নিলেও কম্পিউটার ভাইরাস আক্রান্ত হতে পারে।এজন্য প্রথমেই কম্পিউটারে ভাল ও আপডেট এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে।
    কম্পিউটারের প্রকৃতিগত বিভাগঃ
    গতি, সংরক্ষণ ক্ষমতা, মূল্য, প্রকৃতি ইত্যাদি অনুসারে কম্পিউটারকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন-(১) এনালগ কম্পিউটার, (২) ডিজিটাল কম্পিউটার ও (৩)হাইব্রিড কম্পিউটার।
    (১) এনালগ কম্পিউটারঃ যে কম্পিউটারে যেকোন গণনার কাজ কোন ভৌত রাশির(দৈর্ঘ্য, ভোল্টেজ ইত্যাদি)সাহায্যে কিংবা একটি ভৌত রাশিকে অন্য একটি ভৌত রাশির সাথে তুলনা করে গণনা করে সেই ধরণের কম্পিউটারকে এনালগ কম্পিউটার বলা হয়।
    উদাহরণঃ ধরা যাক একটি বাক্স ভর্তি রয়েছে অসংখ্য ছোট ছোট মার্বেল বল দিয়ে। এখন এনালগ কম্পিউটারকে যদি মার্বেলগুলো গণনা করতে বলা হয় তাহলে সে ঐ বাক্সের মার্বেলের মোট ওজনকে একটি মার্বেলের ওজন দিয়ে ভাগ করে মার্বেলের সংখ্যা বের করবে।এনালগ কম্পিউটারের এই শক্তিকে কাজে লাগিয়ে রেডিও, ক্যাসেট রের্কডার কিংবা টেলিভিশন জাতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্র থেকে গান শোনা বা ছবি দেখার কাজ করা হয়।
    এসব যন্ত্র থেকে গান,কথা বা ছবি আমাদের কানে আসে মুলত: এনালগ সংকেতের মাধ্যমে। রেডিও বা টেলিভিশন সেন্টার থেকে পাঠানো ডিজিটাল সংকেত এনালগ সংকেতে রূপান্তরিত হয়ে ইথারে ভেসে বেড়ায়। পরবর্তীতে গ্রাহকের রেডিও কিংবা টেলিভিশনে আসার পর সেটা আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে শব্দ এবং ছবি সৃষ্টি করে।
    (২) ডিজিটাল কম্পিউটারঃ যে ধরণের কম্পিউটার কোন বিচ্ছিন্ন জিনিষ(সরবরাহকৃত তথ্য বা উপাত্ত)সরাসরি গুণে কিংবা বিদ্যুৎপ্রবাহ বন্ধ বা চালু করে গণনার কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।উল্লেখিত মার্বেলগুলো গণনার কাজে যদি ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হত তাহলে সে এটা একটা একটা করে সোজাসুজি গুণে মোট সংখ্যা বের করতো।
    (৩) হাইব্রিড কম্পিউটারঃ যে কম্পিউটার তার গণনার কাজ এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতেই করে থাকে তাকে হাইব্রিড কম্পিউটার বলে। এই কম্পিউটার বেশী দামী বলে ক্ষেত্রবিষেশ এগুলো ব্যবহৃত হয়ে থাকে। আমরা সাধারণত: ডিজিটাল কম্পিউটার ব্যবহার করে থাকি।
    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3