Header -একবার টাইপ করলে প্রতি পৃষ্ঠায় একই লেখা টাইপ হয়ে যাবে!
মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় প্রতিটি পৃষ্ঠায় কোম্পানীর নাম কিংবা কোন প্রয়োজনীয় লেখা বসাতে হয়। সেক্ষেত্রে Header - এ একবার টাইপ করলে প্রতি পৃষ্ঠায় একই লেখা টাইপ হয়ে যাবে!
হেডারে/ পৃষ্ঠার উপরের অংশে টাইপ করবেন কিভাবে:
১। প্রথমে প্রয়োজনীয় ওয়ার্ড ফাইলটি ওপেন করুন।
২। এবার Insert মেনু ক্লিক করুন। তারপর Header ক্লিক করুন।
৩। পছন্দমত অপশনে ক্লিক করুন।
৪। প্রয়োজনীয় লেখা টাইপ করুন।
৫। লেখা শেষ হয়ে গেলে পৃষ্ঠার মাঝে ডাবল ক্লিক করু। অথবা কিবোর্ড থেকে ESC বাটন চাপুন তাহলে Header এর দাগ/লাইনটি বাতিল হয়ে যাবে।
English:
Header - Once typed, the same text will be typed on every page!
In Microsoft Word, you often have to put the company name or any required text on each page. In that case, once you type in Header, the same text will be typed on every page!
How to type in header / top of page:
1. First open the required word file.
2. Now click on the Insert menu. Then click Header.
3. Click on the option of your choice.
4. Type the required text.
5. When the text is finished, double click in the middle of the page. Or press the ESC button from the keyboard then the header spot / line will be canceled.
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।
আপনার জন্য আরো কিছু পোস্ট
- ডিজিটাল মার্কেটিং কী? ফেসবুক মার্কেটিং কেন, কীভাবে করবেন?
- কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন?
- How to Embed PDF in Blogger
- মাসুদ কম্পিউটার বিডি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে
- Get Unlimited Keyword Ideas With Free Keyword Finder
- Right Click Speed Test
- Typing Speed Test
- Word To PDF Converter
- PNG Image To PDF Converter
- How to Showcase services in Homepage of Blogger
Hello there, I just love your posting.Thanks for this article.
ReplyDelete