মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দেওয়া ও মুছে ফেলবেন কিভাবে?

    মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক পেইজ থাকলে তাহলে পেইজ নম্বর  ব্যবহার করা ভাল তার কারণ হলে সহজে বুঝা যায় কোনটা কতো নম্বর পেইজ । 

    নিম্নোক্ত উপায়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দিতে পারবেন খুব সহজে:

    ১। প্রথমে Insert মেনু ক্লিক করুন।

    ২। Page Number অপশনে ক্লিক করুন।

    ৩। একটি মেনু বা লিস্ট দেখাবে তার মধ্যে থেকে Top of Page ক্লিক করলে প্রতি পেজের উপরে পেজ নং দিতে পারবেন আর Bottom Of Page ক্লিক করলে প্রতিটি পেজের নিচের দিকে পেজ নং দেয়া যাবে। এখানে Left, Center, Right অনেকগুলো অপশন দেখাবে এই অপশন থেকে প্রয়োজনীয় অপশনটিতে মাউস ক্লিক করতে হবে।

    ৪। পেজ নং দেয়া হয়ে গেলে Header/Footer এর বর্ডার/দাগটি সরানোর জন্য পেইজের উপর ডাবল ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ESC বাটন চাপতে হবে।


    মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর মুছে ফেলবেন কিভাবে?

    মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দেয়ার পর যদি চান সেটি মুছে ফেলবেন কিংবা আগে থেকে কোন ফাইলে পেইজ নম্বর দেয়া আছে, আপনি চাচ্ছেন সেটি মুছে ফেলবেন। তাহলে কিভাবে পেইজ নম্বর মুছে ফেলবেন বা বাতিল করবেন? জেনে নিন!

    মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর বাতিল করার পদ্ধতি:

    ১। প্রথমে Insert মেনু ক্লিক করুন।

    ২। Page Number অপশনে ক্লিক করুন। 

    ৩। এবার একটি লিস্ট দেখাবে, তারমধ্যে থেকে Remove Page Number ক্লিক করুন।


    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3