মাসুদ কম্পিউটার বিডি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

    মাসুদ কম্পিউটার বিডি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট দিচ্ছি সম্পূর্ণ ফ্রীতে!!!  এই ফ্রী SSL কিভাবে আপনার cPanel এ অ্যাক্টিভ করবেন সেটি জানাতেই এই পোস্ট।

     




    আমাদের থেকে যারা হোস্টিং কিনেছেন তাদের সবার cPanel এ এমনিতেই SSL অ্যাক্টিভ করা আছে। কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় ওয়েবসাইটে সঠিকভাবে SSL ব্যবহার করতে না পারার কারনে cPanel এ SSL ইন্সটল থাকার পরেও অনেকেই সেটার সুফল পায় না। যারা WordPress ব্যবহার করেন তারা সাধারণত http:// থেকে https:// এ ওয়েবসাইট রিডাইরেক্ট করার জন্য নিচের দুটি পদ্ধতির যে কোন একটা ব্যবহার করতে পারেন।

     

    পদ্ধতি ০১ঃ
    ওয়ার্ডপ্রেস এর Really Simple SSL নামের প্লাগিন ইন্সটল করুন এবং আক্টিভ করুন, ব্যাস!!! অথবা, 

    পদ্ধতি ০২ঃ যদি প্লাগিন ব্যবহার করতে না চান তাহলে htaccess ফাইলে নিচের কোড অ্যাড করুনঃ 

     

    RewriteEngine On
    RewriteCond %{HTTPS} !on
    RewriteCond %{REQUEST_URI} !^/[0-9]+\..+\.cpaneldcv$
    RewriteCond %{REQUEST_URI} !^/\.well-known/pki-validation/[A-F0-9]{32}\.txt(?:\ Comodo\ DCV)?$
    RewriteRule (.*) https://%{HTTP_HOST}%{REQUEST_URI} [L,R=301]


     .htaccess দিয়ে করাটা জটিল মনে হলে পদ্ধতি ০১ এ দেয়া Really Simple SSL নামের প্লাগিন ব্যবহার করুন। সবার প্রথমে উপরের দুইটা পদ্ধতির যে কোন একটা কাজ করে নিন। তাহলেই দেখবেন আপনার সাইটে গেলে SSL এর সবুজ আইকন দেখতে পারবেন। 

    যদি এতে করেও কাজ না হয় তখন নিচের কাজটি করতে হবে।


     

    স্টেপ ১ঃ

    প্রথমে cPanel এ লগিন করুন এবং সার্চ বক্সে SSL লিখে সার্চ করুন

     


     দেখবেন SSL Status নামক অপশন আছে। সেটিতে ক্লিক করে প্রবেশ করুন।

     

    স্টেপ ২ঃ 

    যদি দেখেন নিচে নিচে তালিকাভূক্ত ডোমেইন গুলোর বাম পাশে লাল রং এর আইকন আছে তাহলে বুঝবেন SSL অ্যাক্টিভ করতে হবে। আর যদি এখানে সবুজ রং এর আইকন থাকে তাহলে বুঝবেন এটা অ্যাক্টিভ করাই আছে, আপনাকে আর কিছু করতে হবে না। 

     


    যদি লাল রং এর আইকন থাকে তাহলে বাম পাশ থেকে সকল ডোমেইন গুলো সিলেক্ট করুন এবং উপরে ডানপাশে “Run AutoSSL” বাটনে প্রেস করুন। দেখবেন সাথে সাথে এটি লোডিং হওয়া শুরু হবে। এটি পুরোপুরি রান করতে ৫ মিনিটের মত সময় লাগতে পারে।

     

    স্টেপ ৩:

    Auto SSL সেটাপ সফল হলে নিচের ছবির মত বামপাশের আইকন গুলো সবুজ রঙের হয়ে যাবে। 

     


    এইভাবে আপনার SSL সেটিং সম্পন্ন হবে। আমাদের থেকে ডোমেইন হোস্টিং কিনতে চাইলে ভিজিট করুন এই লিংক

    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3