Microsoft Excel shortcut key
☞☞☞ কার্সর নেওয়ার স্থান কমান্ড
একঘর বামে Left Arrow
একঘর ডানে Right Arrow
একঘর উপরে Up Arrow
একঘর নিচে Down Arrow
রো এর প্রথমে যাওয়া Home
কলামের শেষে যাওয়া CTRL + left Arrow
ওয়ার্কশীটের একেবারে উপরে CTRL + Home
ওয়ার্কশীটের একেবারে নিচে CTRL + End
পরের ওয়ার্কশীটে যাওয়া CTRL + PAGE-DOWN
পূর্বের ওয়ার্কশীটে যাওয়া CTRL + PAGE-UP
সম্পুর্ণ কলাম সিলেক্ট করা CTRL + Spacebar
সম্পুর্ণ রো সিলেক্ট করা SHIFT + Spacebar
সর্বপ্রথম কলামে যাওয়ার জন্য SHIFT + Left Cursor
সর্বশেষ কলামে যাওয়ার জন্য SHIFT + Right Cursor
Arrow Key অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
Ctrl+Arrow ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
☞☞☞কমান্ড সম্পাদিত কাজ কমান্ড সম্পাদিত কাজ
F1 Key এক্সেলের সাহায্য F2 Key নিদ্রিষ্ট সেল এডিট
F5 Key যাওয়া F7 Key স্পেলিং চেক করা
F12 Key ফাইল Save As CTRL + A সম্পুর্ণ ওয়ার্কশীট সিলেক্ট
CTRL + B বোল্ড করা CTRL + C কপি
CTRL + D সেল খালি করা CTRL + F অনুসন্ধান
CTRL + G নিদ্রিষ্ট স্থানে যাওয়া CTRL + H রিপেস্নস করা
CTRL + I ইটালিক CTRL + N নতুন ডকুমেন্ট
CTRL + O ফাইল ওপেন করা CTRL + P প্রিন্ট করা
CTRL + S সেভ করা CTRL + U আন্ডারলাইন করা
CTRL + V পেস্ট করা CTRL + X কাট করা
CTRL + Y রিডু করা CTRL + Z আনডু করা
CTRL + 1 ফরম্যাট সেল CTRL + 2 বোল্ড
CTRL + 3 ইটালিক CTRL + 4 আন্ডারলাইন
CTRL + 5 টেক্স স্ট্রোকথ্রো ALT + = অটো সাম
ALT + F8 ম্যাক্রো CTRL + ; তারিখ
CTRL + SHIFT + : সময়
☞☞☞এক্সেল ব্যবহারকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্টকার্ট
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
জেনে নিন কিছু সার্বজনীন গুরুত্বপূর্ণ কী বোর্ড শর্টকাট
Ctrl+F ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে।
Ctrl+Tab ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে।
Ctrl+Shift+Tab ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে।
Alt+Tab ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে।
Shift+Ctrl+Right কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সিলেক্ট করা যায়।
Microsoft Excel shortcut key - PDF
আশা করি , এই সব শর্টকাট কী আপনি আপনার দৈনন্দিন জীবনে এক্সেলের বিভিন্ন কাজে ব্যবহার করে আপনার প্রাত্যহিক জীবনের অনেক মূল্যবান সময় বাঁচাতে পারবেন। এই ব্লগ আপনাদের উপকারে আসলেই আমার এই পরিশ্রম স্বার্থক হবে। আপনাদের জন্য থাকলো শুভকামনা।
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।