মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কী - Microsoft Word shortcut key


    Microsoft Word shortcut key - Bangla

    কার্সর মুভমেন্ট করা:

    Home = কার্সর অবস্থিত লাইনের শুরুতে নেয়ার জন্য

    Ctrl + Home = কার্সর ডকুমেন্টের শুরুতে নেয়ার জন্য

    End = কার্সর অবস্থিত লাইনের শেষে নেয়ার জন্য

    Ctrl + End = কার্সর ডকুমেন্টের শেষে নেয়ার জন্য

    Ctrl + Right Arrow = কার্সর ডানদিকের পরবর্তী ওয়ার্ডের শুরুতে নেয়ার জন্য

    Ctrl + Left Arrow = কার্সর বামদিকের পূর্ববর্তী ওয়ার্ডের শুরুতে নেয়ার জন্য

    Ctrl + Down Arrow = কার্সর পরবর্তী প্যারাগ্রাফের শুরুতে নেয়ার জন্য

    Ctrl + Up Arrow = কার্সর পূর্ববর্তী প্যারাগ্রাফের শুরুতে নেয়ার জন্য

     

    ডকুমেন্ট ফরমেট করার কীবোর্ড শর্টকাট:

    Ctrl + A = ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট বা নির্বাচন করার জন্য

    Ctrl + B = নির্বাচিত টেক্সট গাঢ় করার জন্য

    Ctrl + C = নির্বাচিত টেক্সট বা অবজেক্ট কপি বা নকল করার জন্য

    Shift+ Ctrl + W = নির্বাচিত টেক্সট এর শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেয়ার জন্য

    Ctrl + V = কপিকৃত টেক্সট বা অবজেক্ট পেস্ট করার জন্য

    Ctrl + X = নির্বাচিত টেক্সট বা অবজেক্ট কাট করার জন্য

    Ctrl + U = নির্বাচিত টেক্সট আন্ডারলাইন দেয়ার জন্য

    Ctrl + Shift + D = নির্বাচিত টেক্সট ডাবল আন্ডারলাইন দেয়ার জন্য

    Ctrl + I = নির্বাচিত টেক্সট ডান দিকে কাত বা ইটালিক করার জন্য

    Ctrl+Shift+< বা Ctrl+Shift+] = নির্বাচিত টেক্সট এর সাইজ এর মান করে কমানোর জন্য

    Ctrl+shift+> বা Ctrl+Shift+[ = নির্বাচিত টেক্সট এর সাইজ এর মান করে বাড়ানোর জন্য

    Ctrl + G = নির্দিষ্ট লাইন, পৃষ্ঠা, বুকমার্ক, ফুটনোট, এন্ডনোট টেবিল, কমেন্টস, গ্রাফিক ইত্যাদি বা অন্য কোন স্থানে যাবার জন্য

    Alt + Ctrl + M = কমেন্টস (মন্তব্য) যুক্ত করার জন্য

    Ctrl + Delete = কার্সরের ডানের একটি ওয়ার্ড মুছে ফেলার জন্য

    Ctrl + Backspace = কার্সরের বায়ের একটি ওয়ার্ড মুছে ফেলার জন্য

    Shift + Enter = লাইন ব্রেক তৈরি করার জন্য

    Ctrl + Enter = কার্সর অবস্থিত স্থান থেকে নতুন পৃষ্ঠা তৈরি করার জন্য

    Alt + Ctrl + C = কার্সর অবস্থিত স্থানে কপিরাইট সিম্বল সংযোজন করার জন্য

    Alt + Ctrl + T = কার্সর অবস্থিত স্থানে ট্রেডমার্ক সিম্বল সংযোজন করার জন্য

    Tab (টেবিলের ক্ষেত্রে) = টেবিলের পরবর্তী সেলে যাবার জন্য

    shift + Tab (টেবিলের ক্ষেত্রে) = টেবিলের পূর্ববর্তী সেলে যাবার জন্য

    Ctrl + Shift + C = কার্সর অবস্থিত বা নির্বাচিত টেক্সট এর ফরমেট কপি করার জন্য

    Ctrl + Shift + V = কপিকৃত ফরমেট পেস্ট করার জন্য

    Ctrl +]   সিলেক্টকৃত ফন্ট বা লেখা 1 পয়েন্ট বড় করে

    Ctrl +[   সিলেক্টকৃত ফন্ট বা লেখা 1 পয়েন্ট ছোট করে

    Ctrl + 1  লাইনের মাঝে সিঙ্গেল স্পেস দেয়া যায়

    Ctrl + 2  লাইনের মাঝে ডাবল স্পেস দেয়া যায়

    Ctrl + 5  লাইনের মাঝে 1.5 স্পেস দেয়া যায়

    বিভিন্ন অপারেশন সম্পাদন করার কীবোর্ড শর্টকাট:

    Ctrl + W = এ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করার জন্য

    Ctrl + Z = প্রয়োগকৃত সর্বশেষ কমাণ্ডের কার্যকারীতা বাতিল করার জন্য

    Ctrl + Y = প্রয়োগকৃত সর্বশেষ কমাণ্ডের কার্যকারীতা পুনরায় ব্যবহার করার জন্য

    Alt + Tab = ওপেনকৃত উইণ্ডোর মধ্যে যাতায়াত করার জন্য

    Ctrl + S = সম্পাদিত ডকুমেন্টে কম্পিউটারের মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য

    Ctrl + N = নতুন ডকুমেন্ট বা ফাইল তৈরি করার জন্য

    F12 = সংরক্ষিত কোন ফাইলকে অন্য নামে সংরক্ষণ করার জন্য

    Ctrl + O = সংরক্ষিত ফাইল বা ডকুমেন্ট ওপেন করার জন্য

    Ctrl + P = এ্যাকটিভ ডকুমেন্ট ছাপার জন্য

    Alt = এ্যাকসেস কী ডিসপ্লে করার জন্য

    Ctrl + F = ডকুমেন্টের কোন টেক্সট খুঁজে বের করার জন্য

     

    টেক্সট সিলেক্ট করার কীবোর্ড শর্টকাট:

    Shift + Left Arrow = কার্সরের বায়ের একটি অক্ষর সিলেক্ট বা নির্বাচন করার জন্য

    Shift + Right Arrow = কার্সরের ডানের একটি অক্ষর সিলেক্ট বা নির্বাচন করার জন্য

    Ctrl + Shift + Left Arrow = কার্সরের বায়ের একটি ওয়ার্ড বা শব্দ সিলেক্ট বা নির্বাচন করার জন্য

    Ctrl + Shift + Right Arrow = কার্সরের ডানের একটি ওয়ার্ড বা শব্দ সিলেক্ট বা নির্বাচন করার জন্য

    Shift + End = কার্সর অবস্থিত স্থান থেকে লাইনের ডান দিকের সবটুকু সিলেক্ট করার জন্য

    Shift + Home = কার্সর অবস্থিত স্থান থেকে লাইনের বাম দিকের সবটুকু সিলেক্ট করার জন্য

    F1 = ওয়ার্ড ২০১৬ এর হেল্প প্রদর্শন করার জন্য

     

    মাউস শর্টকাট

    বিবরণ

    Click, hold, and drag

    আপনি টেক্সটকে যেই পয়েন্ট থেকে ক্লিক করে যেই পর্যন্ত ড্র্যাগ করেন তা সিলেক্ট করে এবং তারপর কার্সর ছেড়ে দেয়

    Double-click

    একটি শব্দকে ডাবল ক্লিক করলে পুরো শব্দটিই সিলেক্টেড হয়ে যায়

    Double-click

    একটি ব্ল্যাঙ্ক লাইনের বামেকেন্দ্রে বা ডানে ডাবল ক্লিক করলে এটি টেক্সটের এলাইনমেন্টকে বামেকেন্দ্রে বা ডানে করে দেয়

    Double-click

    একটি লাইনে টেক্সটের পর যেকোন জায়গায় ডাবল ক্লিক করলে এটি tab stop সেট করে

    Triple-click

    যেখানে মাউসের সাহায্যে ট্রিপল বা তিন বার ক্লিক করা হয়েছেসেই লাইন বা প্যারেগ্রাফ সিলেক্ট করে ফেলে

    Ctrl+Mouse wheel

    ডকুমেন্টে জুম ইন বা জুম আউট করতে ব্যবহৃত হয় এটি

     

     

    1 Ctrl + A = সব নির্বাচন করুন

    2 Ctrl + B = বোল্ড

    3 Ctrl + C = ব্যবহৃত কপি, Ctrl + V = আটকান

    4 Ctrl + D = ফন্ট স্টাইল

    5 Ctrl + E = কেন্দ্র

    6 Ctrl + F = খুঁজুন

    7 Ctrl + G = যান

    8 Ctrl + H = 34 Ctrl + Shift + C = ফরম্যাট কপি প্রতিস্থাপন করুন

    9 Ctrl + I = তির্যক

    10 Ctrl + J = ন্যায্যতা

    11 Ctrl + K = হাইপারলিঙ্ক

    12 Ctrl + L = বাম

    13 Ctrl + M = অনুচ্ছেদ ইন্ডেন্ট

    14 Ctrl + N = নতুন ফাইল

    15 Ctrl + O = সংরক্ষিত ফাইলটি খুলুন

    16 Ctrl + P = প্রিন্ট

    17 Ctrl + Q = অনুচ্ছেদ ইন্ডেন্ট সাফ করুন 43 Alt + Ctrl + S = ডকুমেন্ট উইন্ডো বিভক্ত করুন

    18 Ctrl + R = ডান

    19 Ctrl + S = ফাইলটি সংরক্ষণ করুন

    20 Ctrl + T = হ্যাং আউট

    21 Ctrl + U = আন্ডারলাইন

    22 Ctrl + V = আটকান

    23 Ctrl + W = ফাইল বন্ধ করুন

    24 Ctrl + X = কাটা ব্যবহৃত, Ctrl + V = আটকান

    25 Ctrl + Y = পুনরায় করুন

    26 Ctrl + Z = পূর্বাবস্থায় ফেরান

     

    27 Ctrl +] = ফন্ট সাইজ বৃদ্ধি

    28 Ctrl + [= ফন্ট সাইজ হ্রাস

    29 Ctrl + Shift + D = ডাবল আন্ডারলাইন

    30 Ctrl + End = ফাইলের শেষে যান

    31 Ctrl + Home = ফাইলের শুরুতে যান

    32 Ctrl + Shift + = Superscript X2

    33 Ctrl + = সাবস্ক্রিপ্ট H2O

    35 Ctrl + Shift + V = ফরম্যাট পেস্ট

    36 F5 = যান

    37 F12 = হিসাবে সংরক্ষণ করুন

    38 Ctrl + Shift + <= Font Size Decrease

    39 Ctrl + Shift +> = ফন্ট সাইজ বৃদ্ধি

    40 Ctrl + Mouse Scroll Button = জুম ইন/জুম আউট

    41 F7 = বানান ব্যাকরণ চেক

    42 Alt + F4 = যেকোন প্রোগ্রাম বন্ধ করুন

    44 Alt + Shift + D = বর্তমান তারিখ সন্নিবেশ করান

    45 Alt + Shift + T = সন্নিবেশ করার সময়

    46 Shift + Arrow কী = টেক্সট নির্বাচন করুন

    47 শিফট + হোম = শেষ থেকে শুরু পর্যন্ত লাইন নির্বাচন করুন

    48 Shift + End = শুরু থেকে শেষ পর্যন্ত লাইন নির্বাচন করুন

    49 উইন্ডো কী + এম = উইন্ডোটি ছোট করুন

    50 Alt + Tab = আরেকটি প্রোগ্রাম

     

    51 ডাবল ক্লিক = কোন শব্দ নির্বাচন করতে

    52 ট্রিপল ক্লিক = কোন অনুচ্ছেদ নির্বাচন করতে

     

    Microsoft Word shortcut key - PDF

      
    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3