Microsoft Word shortcut key - Bangla
কার্সর মুভমেন্ট করা:
Home = কার্সর অবস্থিত লাইনের শুরুতে নেয়ার জন্য
Ctrl + Home = কার্সর ডকুমেন্টের শুরুতে নেয়ার জন্য
End = কার্সর অবস্থিত লাইনের শেষে নেয়ার জন্য
Ctrl + End = কার্সর ডকুমেন্টের শেষে নেয়ার জন্য
Ctrl + Right Arrow = কার্সর ডানদিকের পরবর্তী ওয়ার্ডের শুরুতে নেয়ার জন্য
Ctrl + Left Arrow = কার্সর বামদিকের পূর্ববর্তী ওয়ার্ডের শুরুতে নেয়ার জন্য
Ctrl + Down Arrow = কার্সর পরবর্তী প্যারাগ্রাফের শুরুতে নেয়ার জন্য
Ctrl + Up Arrow = কার্সর পূর্ববর্তী প্যারাগ্রাফের শুরুতে নেয়ার জন্য
ডকুমেন্ট ফরমেট করার কীবোর্ড শর্টকাট:
Ctrl + A = ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট বা নির্বাচন করার জন্য
Ctrl + B = নির্বাচিত টেক্সট গাঢ় করার জন্য
Ctrl + C = নির্বাচিত টেক্সট বা অবজেক্ট কপি বা নকল করার জন্য
Shift+ Ctrl + W = নির্বাচিত টেক্সট এর শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেয়ার জন্য
Ctrl + V = কপিকৃত টেক্সট বা অবজেক্ট পেস্ট করার জন্য
Ctrl + X = নির্বাচিত টেক্সট বা অবজেক্ট কাট করার জন্য
Ctrl + U = নির্বাচিত টেক্সট এ আন্ডারলাইন দেয়ার জন্য
Ctrl + Shift + D = নির্বাচিত টেক্সট এ ডাবল আন্ডারলাইন দেয়ার জন্য
Ctrl + I = নির্বাচিত টেক্সট ডান দিকে কাত বা ইটালিক করার জন্য
Ctrl+Shift+< বা Ctrl+Shift+] = নির্বাচিত টেক্সট এর সাইজ এর মান ১ করে কমানোর জন্য
Ctrl+shift+> বা Ctrl+Shift+[ = নির্বাচিত টেক্সট এর সাইজ এর মান ১ করে বাড়ানোর জন্য
Ctrl + G = নির্দিষ্ট লাইন, পৃষ্ঠা, বুকমার্ক, ফুটনোট, এন্ডনোট টেবিল, কমেন্টস, গ্রাফিক ইত্যাদি বা অন্য কোন স্থানে যাবার জন্য
Alt + Ctrl + M = কমেন্টস (মন্তব্য) যুক্ত করার জন্য
Ctrl + Delete = কার্সরের ডানের একটি ওয়ার্ড মুছে ফেলার জন্য
Ctrl + Backspace = কার্সরের বায়ের একটি ওয়ার্ড মুছে ফেলার জন্য
Shift + Enter = লাইন ব্রেক তৈরি করার জন্য
Ctrl + Enter = কার্সর অবস্থিত স্থান থেকে নতুন পৃষ্ঠা তৈরি করার জন্য
Alt + Ctrl + C = কার্সর অবস্থিত স্থানে কপিরাইট সিম্বল সংযোজন করার জন্য
Alt + Ctrl + T = কার্সর অবস্থিত স্থানে ট্রেডমার্ক সিম্বল সংযোজন করার জন্য
Tab (টেবিলের ক্ষেত্রে) = টেবিলের পরবর্তী সেলে যাবার জন্য
shift + Tab (টেবিলের ক্ষেত্রে) = টেবিলের পূর্ববর্তী সেলে যাবার জন্য
Ctrl + Shift + C = কার্সর অবস্থিত বা নির্বাচিত টেক্সট এর ফরমেট কপি করার জন্য
Ctrl + Shift + V = কপিকৃত ফরমেট পেস্ট করার জন্য
Ctrl +] সিলেক্টকৃত ফন্ট বা লেখা 1 পয়েন্ট বড় করে।
Ctrl +[ সিলেক্টকৃত ফন্ট বা লেখা 1 পয়েন্ট ছোট করে।
Ctrl + 1 লাইনের মাঝে সিঙ্গেল স্পেস দেয়া যায়।
Ctrl + 2 লাইনের মাঝে ডাবল স্পেস দেয়া যায়।
Ctrl + 5 লাইনের মাঝে 1.5 স্পেস দেয়া যায়।
বিভিন্ন অপারেশন সম্পাদন করার কীবোর্ড শর্টকাট:
Ctrl + W = এ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করার জন্য
Ctrl + Z = প্রয়োগকৃত সর্বশেষ কমাণ্ডের কার্যকারীতা বাতিল করার জন্য
Ctrl + Y = প্রয়োগকৃত সর্বশেষ কমাণ্ডের কার্যকারীতা পুনরায় ব্যবহার করার জন্য
Alt + Tab = ওপেনকৃত উইণ্ডোর মধ্যে যাতায়াত করার জন্য
Ctrl + S = সম্পাদিত ডকুমেন্টে কম্পিউটারের মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য
Ctrl + N = নতুন ডকুমেন্ট বা ফাইল তৈরি করার জন্য
F12 = সংরক্ষিত কোন ফাইলকে অন্য নামে সংরক্ষণ করার জন্য
Ctrl + O = সংরক্ষিত ফাইল বা ডকুমেন্ট ওপেন করার জন্য
Ctrl + P = এ্যাকটিভ ডকুমেন্ট ছাপার জন্য
Alt = এ্যাকসেস কী ডিসপ্লে করার জন্য
Ctrl + F = ডকুমেন্টের কোন টেক্সট খুঁজে বের করার জন্য
টেক্সট সিলেক্ট করার কীবোর্ড শর্টকাট:
Shift + Left Arrow = কার্সরের বায়ের একটি অক্ষর সিলেক্ট বা নির্বাচন করার জন্য
Shift + Right Arrow = কার্সরের ডানের একটি অক্ষর সিলেক্ট বা নির্বাচন করার জন্য
Ctrl + Shift + Left Arrow = কার্সরের বায়ের একটি ওয়ার্ড বা শব্দ সিলেক্ট বা নির্বাচন করার জন্য
Ctrl + Shift + Right Arrow = কার্সরের ডানের একটি ওয়ার্ড বা শব্দ সিলেক্ট বা নির্বাচন করার জন্য
Shift + End = কার্সর অবস্থিত স্থান থেকে ঐ লাইনের ডান দিকের সবটুকু সিলেক্ট করার জন্য
Shift + Home = কার্সর অবস্থিত স্থান থেকে ঐ লাইনের বাম দিকের সবটুকু সিলেক্ট করার জন্য
F1 = ওয়ার্ড ২০১৬ এর হেল্প প্রদর্শন করার জন্য
মাউস শর্টকাট |
বিবরণ |
Click, hold, and
drag |
আপনি টেক্সটকে যেই পয়েন্ট থেকে ক্লিক করে যেই পর্যন্ত ড্র্যাগ করেন তা সিলেক্ট করে এবং তারপর কার্সর ছেড়ে দেয়। |
Double-click |
একটি শব্দকে ডাবল ক্লিক করলে পুরো শব্দটিই সিলেক্টেড হয়ে যায়। |
Double-click |
একটি ব্ল্যাঙ্ক লাইনের বামে, কেন্দ্রে বা ডানে ডাবল ক্লিক করলে এটি টেক্সটের এলাইনমেন্টকে বামে, কেন্দ্রে বা ডানে করে দেয়। |
Double-click |
একটি লাইনে টেক্সটের পর যেকোন জায়গায় ডাবল ক্লিক করলে এটি tab stop সেট করে। |
Triple-click |
যেখানে মাউসের সাহায্যে ট্রিপল বা তিন বার ক্লিক করা হয়েছে, সেই লাইন বা প্যারেগ্রাফ সিলেক্ট করে ফেলে। |
Ctrl+Mouse wheel |
ডকুমেন্টে জুম ইন বা জুম আউট করতে ব্যবহৃত হয় এটি। |
1 Ctrl + A = সব নির্বাচন করুন 2 Ctrl + B = বোল্ড 3 Ctrl + C = ব্যবহৃত কপি, Ctrl + V = আটকান 4 Ctrl + D = ফন্ট স্টাইল 5 Ctrl + E = কেন্দ্র 6 Ctrl + F = খুঁজুন 7 Ctrl + G = যান 8 Ctrl + H = 34 Ctrl + Shift + C = ফরম্যাট কপি প্রতিস্থাপন করুন 9 Ctrl + I = তির্যক 10 Ctrl + J = ন্যায্যতা 11 Ctrl + K = হাইপারলিঙ্ক 12 Ctrl + L = বাম 13 Ctrl + M = অনুচ্ছেদ ইন্ডেন্ট 14 Ctrl + N = নতুন ফাইল 15 Ctrl + O = সংরক্ষিত ফাইলটি খুলুন 16 Ctrl + P = প্রিন্ট 17 Ctrl + Q = অনুচ্ছেদ ইন্ডেন্ট সাফ করুন 43 Alt +
Ctrl + S = ডকুমেন্ট উইন্ডো বিভক্ত করুন 18 Ctrl + R = ডান 19 Ctrl + S = ফাইলটি সংরক্ষণ করুন 20 Ctrl + T = হ্যাং আউট 21 Ctrl + U = আন্ডারলাইন 22 Ctrl + V = আটকান 23 Ctrl + W = ফাইল বন্ধ করুন 24 Ctrl + X = কাটা ব্যবহৃত, Ctrl + V = আটকান 25 Ctrl + Y = পুনরায় করুন 26 Ctrl + Z = পূর্বাবস্থায় ফেরান
|
27 Ctrl +] = ফন্ট সাইজ বৃদ্ধি 28 Ctrl + [= ফন্ট সাইজ হ্রাস 29 Ctrl + Shift + D = ডাবল আন্ডারলাইন 30 Ctrl + End = ফাইলের শেষে যান 31 Ctrl + Home = ফাইলের শুরুতে যান 32 Ctrl + Shift + = Superscript X2 33 Ctrl + = সাবস্ক্রিপ্ট H2O 35 Ctrl + Shift + V = ফরম্যাট পেস্ট 36 F5 = যান 37 F12 = হিসাবে সংরক্ষণ করুন 38 Ctrl + Shift + <= Font Size Decrease 39 Ctrl + Shift +> = ফন্ট সাইজ বৃদ্ধি 40 Ctrl + Mouse Scroll Button = জুম ইন/জুম আউট 41 F7 = বানান ও ব্যাকরণ চেক 42 Alt + F4 = যেকোন প্রোগ্রাম বন্ধ করুন 44 Alt + Shift + D = বর্তমান তারিখ সন্নিবেশ করান 45 Alt + Shift + T = সন্নিবেশ করার সময় 46 Shift + Arrow কী = টেক্সট নির্বাচন করুন 47 শিফট + হোম = শেষ থেকে শুরু পর্যন্ত লাইন নির্বাচন করুন 48 Shift + End = শুরু থেকে শেষ পর্যন্ত লাইন নির্বাচন করুন 49 উইন্ডো কী + এম = উইন্ডোটি ছোট করুন 50 Alt + Tab = আরেকটি প্রোগ্রাম
51 ডাবল ক্লিক = কোন শব্দ নির্বাচন করতে 52 ট্রিপল ক্লিক = কোন অনুচ্ছেদ নির্বাচন করতে
|
Microsoft Word shortcut key - PDF
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।