আমার আদালত - MyCourt App

    আমার আদালত – myCourt

    It's the initial version of  আমার আদালত - myCourt mobile app

    আমার আদালত – myCourt

    আমার আদালত | ভার্চুয়াল কোর্ট সিস্টেম, আমার আদালত মোবাইল অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে ‘মাই কোর্ট’ সার্চ করে যে কেউ ওই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

     Dwonload  

    আমার আদালত: ভার্চুয়াল কোর্টরুম-বিষয়ক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর পরিকল্পনা এবং বাস্তবায়নে করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে আদালতের জরুরি কার্যক্রম ডিজিটাল মাধ্যমে চলমান রাখার উদ্দেশ্যে "আমার আদালত: ভার্চুয়াল কোর্টরুম" উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। উচ্চ আদালত ও নিম্ন আদালতের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করতে শনিবার (১১ জুন) থেকে চালু হলো ‘আমার আদালত’ নামে মোবাইল অ্যাপ। বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য কমাতে এমন মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এ অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে আদালতে চলমান মামলার যাবতীয় তথ্য মুহূর্তেই জানা যাবে। গুগল প্লে-স্টোর থেকে ‘মাই কোর্ট’ সার্চ করে যে কেউ ওই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। নিষ্পত্তি হওয়া মামলার তথ্যও পাওয়া যাবে জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড সিস্টেমে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে বিচারকদের কাজে আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বিচার বিভাগে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও আধুনিকায়নে ২ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বর্তমানে দেশের উচ্চ ও নিম্ন আদালতে প্রায় ৩০ লাখ মামলা ঝুলে আছে। এসব মামলায় আদালতে হাজিরা দেয়া, আইনজীবীর ফিসহ মামলার অন্যান্য ব্যয় মেটাতে হিমশিম খান বিচারপ্রার্থীরা। কোনো নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা ‘আমার আদালত’ অ্যাপে ভিজিট করে জানতে পারবে জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ। এ জন্য অ্যাপে থাকা causelist.judiciary.org.bd ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সবশেষ সংশ্লিষ্ট আদালতের নাম সিলেক্ট করে বিচারপ্রার্থীরা তাদের মামলার সবশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন। আর বিচারাধীন ও নিষ্পত্তি হওয়া মামলা সম্পর্কে যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ডে। নিম্ন আদালতে বিচারকাজের গতি-প্রকৃতি এবং বিচারিক নানান পরিসংখ্যানও জানা যাবে।

    বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করবে মাই কোর্টঃ পলক 

    বাংলাদেশ হাইকোর্টের বার ও বেঞ্চের বিচারক মহোদয় এবং আইনজীবী ভাই বোনদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, করোনা মহামারীর মতো ক্রাইসিস এর মধ্যে আপনারা সাহস ও মেধা নিয়ে একটি নতুন সিস্টেমকে স্বাগত জানিয়েছিলেন। আমরা যে বিজয়ী জাতি তা আরও একবার প্রমাণিত হয়েছে করোনা মহামারী কালীন সময়ে। মেধা এবং দক্ষতার সাথে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ভার্চুয়াল কোর্ট একদিনে সম্ভব হতো না যদি এটুআই, ইউএনডিপি, আইসিটি ডিভিশন মিলে ধারাবাহিক ভাবে সাত বছর এই অবকাঠামো গুলো তৈরি না করতো। এই সফটওয়্যার ইনফ্রাসট্রাকচার গুলো যদি আগে থেকে তৈরি করা না থাকতো তাহলে আমরা কখনই মাত্র দুই মাসে ভার্চুয়াল কোর্ট ইন্ট্রোডিউস করতে পারতাম না। এটুআই, ইউএনডিপি ও আইসিটি ডিভিশন এর সাত বছরের তৈরি করা ইনফ্রাসট্রাকচার এর উপর ভিত্তি করেই আজকের ‘মাই কোর্ট বা আমার আদালত’ উন্মুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। এই প্রজেক্টে আমরা প্রায় ২০০০ কোর্ট রুমকে ডিজিটাইজড করবো, যেখানে অডিও রেকর্ডিং সিস্টেম থাকবে, পাশাপাশি ভার্চুয়াল টার্মিনাল হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাননীয় আইসিটি_বিষয়ক উপদেষ্টা_সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পক্ষ থেকে সকল আইনজীবীদের জন্য উপহার স্বরুপ প্রত্যেক জেলায় সকল বার আ্যসোসিয়েশনে একটি করে ডিজিটাল সাইবার ক্যাফে স্থাপন করা হবে।  Launching Ceremony of Online Causelist Judicial Monitoring Dashboard. 

    MyCourt Mobile App, My court | Virtual Court System, My Court Mobile App, My Court App,

    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3