Setup : 1
freelancer.com ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই প্রথম পেজ হোম পেজে Sign Up দেখতে পাবেন। সোজা সেই লিংকে ক্লিক করে Register করুন।
Setup : 2
এবার আপনারা সরাসরি এই লিংকে signup করতে পারেন ও এখানে দুইটি মাধ্যমে একাউন্ট করতে পারবেন।
1.আপনার ফেসবুক একাউন্ট দিয়ে।
2. আপনার ইমেইল ঠিকানা দিয়ে।
Setup : 3
এবার আপনার username দিতে বলা হবে।আপনার পছন্দ মতে একটি নাম দিন। তার পর Next দিন।
Setup : 4
এবার আপনাকে নিজের একাউন্ট এর প্রকার বেছে নিতে হবে।
কারণ হলো :
1. আপনি যদি কাজ করে টাকা আয় করার উদ্দেশে একাউন্ট করতে চান তাহলেi want to work অপশনে ক্লিক করতে হবে।
2 .পরে অপশনে -যদি আপনি অন্যান্য ফ্রিল্যান্সিংদের দারা কাজ করানোর উদেশ্যে একাউন্ট করতে চান তাহলে I want to hire অপশনে ক্লিক করতে হবে
Setup : 5
একাউন্ট-তৈরি/ Sign up process সম্পূর্ণ করুন
এখন আপনাকে একটি পেজ দেখানো হবে যেখান থেকে আপনার পছন্দ মতে আপনার skills গুলোকে সিলেক্টর করতে হবে। তার মানে আপনি কি কি কাজ জানেন এবং কোন কাজগুলো করে টাকা আয় করতে চান? সেই কাজে গুলো সিলেক্ট করুন
-- তার পর Next step অপশনে ক্লিক করুন
Setup : 6 - Complete your profile
এবার আপনাকে আপনার profile এর সাথে জড়িত কিছু তথ্য দিতে বলা হবে।
আপনার পছন্দ মতে দিতে পারেন। আপনার অভিজ্ঞা অনুসারে- INTERMEDIATE OR ADVANCED
তথ্য দেওয়ার পরে নিচে থাকা next step বাটনে ক্লিক করুন
Setup : 7
Setup : 8
আপনাকে এবার একটি PAYMENT METHOD যোগ করে সেটাকে ভেরিফাই করার জন্য বলা হবে।
আপনি এখন করতে পারেন বা পরে ও করতে পারেন। তাই নিচে থাকা Skip for now লিংকে ক্লিক করুন।
Setup : 9
আবার একটি promotion পেজ দেখানো হবে। প্রথম অবস্থায় এসব দরকার আমি মনে করি না তাই নিজে থাকা skip for now অপশনে ক্লিক করুন
Setup : 10
অবশ্যই আপনাকে ইমেইল, ফেসবুক,মোবাইবেল নাম্বার ভেরিফাই করতে হবে। না হলে আপনি কাজ জমা বা করতে পারবেন না।
Setup : 11
জব এর লিংশ পেতে এখানে ক্লিক করুন
Setup : 12
Setup : 12
Note: অধিক কাজ পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে।
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।