এডোবি ফটোশপ সিসি কি এবং কেন? ফটোশপ লেটেস্ট ভার্সন বাংলা টিউটোরিয়াল | পর্ব – ০১

    What is Adobe Photoshop CC? Photoshop Latest Version Bangla Tutorial | - 01

    অ্যাডোবি ফটোশপ সিসি কি এবং কেন?

    Adobe Photoshop CC একটি রাস্টার Graphics এডিটর যা উইন্ডোজ এবং ম্যাক  এর জন্য বহুল ব্যবহৃত একটি Softwareএটি অ্যাডোব ইনকর্পোরেট দ্বারা তৈরি এবং প্রকাশিত এটি মূলত ১৯৮৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম টমাস এবং জন নোল তৈরি করেছিলেন

    আমাদের আরোও জানতে যে, সেই থেকে সফটওয়্যারটি কেবল রাস্টার Graphics সম্পাদনায় নয়, সামগ্রিকভাবে ডিজিটাল আর্টে শিল্পের মানে পরিণত হয়েছেএডোবি ফটোশপ এমন একটি  Software graphic design, Photography, web design, 3D animation, video production সহ সকল  প্রকার  মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে বহুল ব্যবহৃত বিশ্ব নন্দিত। 

    এটি শুধুমাত্র graphic design জন্য দরকার এমনটি নয়; বর্তমান সময়ে প্রোগ্রামটি Microsoft Office এর মতই সকলেরই জানা আবশ্যকAdobe Photoshop CC লেটেস্ট  ভার্শনে এমন সব  New ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের version সম্পাদন করতে অনেক সময় লাগতো

    এই টিউটোরিয়ালে Adobe Photoshop CC ব্যবহার করে বাস্তবধর্মী প্রজেক্ট এর মাধ্যমে শেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি বিগেনার এবং এডভান্সড সকলেই উপকৃত হবেAdobe Photoshop CC টিউটোরিয়ালে আপনাদের মাসুদ কম্পিউটার বিডি এর পক্ষ থেকে  স্বাগতম  টিউটোরিয়ালে আধুনিক ২০.. রিলিজ ভার্সন ব্যবহার করা হয়েছে

    শুধুমাত্র Tools  ব্যবহার শিখলেই হবে নাতবে design সেন্স সম্পর্কে জানাটাও খুবই বেশি গুরুত্বপূর্ণ তবে  আপনাকে শুরুর দিকে এটি না করে পরবর্তীতে আস্তে আস্তে এ বিষয়টি Develop করতে হবে  তাই আপনাকে  অবশ্য এর জন্য  প্রয়োজন প্রচুর অনুশীলনআশা করি মাসুদ কম্পিউটার বিডি কে আপনার পাশে আছে সব সময়।

    তাই আর কারণেই টিউনগুলো গতানুগতিকভাবে না সাজিয়ে বাস্তব কাজের ভিত্তিতে সাজানো হয়েছে যার ফলে মাসুদ কম্পিউটার বিডি আশা করে  সহজেই Photoshop এর মূল বিষয় করায়াত্ত্ব করতে পারবেনLet's get started. ইনশাআল্লাহ্, পরবর্তীতে Tune in details  নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো

    Adobe Photoshop CC দিয়ে আপনার কল্পনার যে কোন ইমেজ তৈরি করুন Adobe Photoshop CC টিউটোরিয়ালটি দুটি ভাগে ভাগ করে উপস্থাপন করা হবে

    বিগেনার কোর্স এবং এডভান্সড কোর্স

    বিগেনার অধ্যায়ে থাকছে:

    * এডোবি ফটোসপ সিসি সম্পর্কে সাধারণ ধারণা -General ideas about Adobe Photoshop CC

    * ইমেজ সাইজ পরিবর্তন করা -Resize image

    * লেয়ার নিয়ে কাজ করা -Working with layers

    * ইমেজ কোয়ালিটি এডজাস্ট করা -Adjusting image quality

    * সিলেকশ সম্পর্কে ধারণা-Ideas about selection

    * ইমেজ রিটার্চ করা -Returning the image

    * কালার এর ব্যবহার -Use of color

    * টেক্সট এবং সেইপ যুক্ত করা -Adding Text and Sape 

    * ইমেজ কম্বাইন করা -Combine images

    * ফিল্টার প্রয়োগ করা -Apply filters

    * বিগেনার প্রজেক্ট -Beginner project


    এডভান্সড অধ্যায়ে থাকছে:

    * ছবি থেকে কোন অবজেক্ট বাদ দেয়া -Exclude any object from the picture

    * ফটো এডিটিং -Photo editing 

    ডিজাইন সম্পর্কে ধারণা

    এডভান্সড প্রজেক্ট এবং আরও অনেক কিছু …

    সবাইকে ধন্যবাদ, এডোবি ফটোসপ সিসি টিউটোরিয়ালের সূচনা পর্ব  এখানেই শেষ করছি। যারা এডোবি ফটোসপ সিসি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমাদের সাইটের সাথেই থাকুন। আশা করি অল্প কয়েকটি পর্বের অনুশীলনের মাধ্যমে আপনি ফটোসপ সম্পর্কে বাস্তব সম্মত ডিজাইন তৈরিতে আগ্রহ প্রকাশ করবেন। মাসুদ কম্পিউটার বিডি সাথে থাকুন । ধন্যবাদ


    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3