ফটোশপ সিসি’র প্রাথমিক ধারণা – ফটোশপ লেটেস্ট ভার্সন বাংলা টিউটোরিয়াল | পর্ব – ০২

    Basic Concept of Photoshop CC - Photoshop Latest Version Bangla Tutorial | - 02

    Adobe Photoshop CC এর প্রাথমিক ধারণা (Tools  এবং কৌশল) পর্বে আপনাকে স্বাগতম

    এই পর্বে Adobe Photoshop এর কাজের Window বিভিন্ন অপশনের সাথে পরিচয় করানো হয়েছে। এছাড়া আপনি কীভাবে তৈরিকৃত File সংরক্ষণ, Open, Zoom in and out এবং আনডু করা সম্পর্কেও আলোচনা করা হয়েছে


    x

    ফাইল ওপেন করা [Open a File]

    Adobe Photoshop CC প্রাথমিক কাজ হলো কোন ইমেজ ফাইল ওপেন করা কোন ইমেজ ফাইল ওপেন করতে চাইলে নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন

    ধরুন, আমরা একটি ইমেজ ফাইল ওপেন করবোAdobe Photoshop CC লেটেস্ট ভার্সন চালু করুন ফলে নিচের মত উইন্ডো ওপেন হবে


    উপরের চিত্রে প্রদর্শিত অপেন বাটন ক্লিক করে ফাইল Open করা যাবে।


    অথবা, Menubar অবস্থিত File > Open Click করেও কোন File open করা যাবে।

    অথবা, Keyboard এর Ctrl+O চাপুন।

    বা, Adobe Photoshop Working এরিয়ার ভেতর Mouse দ্বারা Double click করুন।

    এবারে প্রদর্শিত Open dialog box হতে প্রয়োজনীয় Select file করুন এবং Open বাটন ক্লিক করুন।


    লক্ষ্য করুন, সিলেক্টকৃত ইমেজ ফাইলটি ওপেন হয়েছে।

    বি:দ্র: আপনি এভাবে যে কোন রকম Image file এবং Created Photoshop করা ফাইল ওপেন করা যাবে।

    বি:দ্র: একাধিক file ওপেন করার ক্ষেত্রে কীবোর্ডের Ctrl (Control) কী চেপে একাধিক Select file করুন এবং অপেন বাটন ক্লিক করুন।

    *নতুন ফাইল তৈরি করা [Create New File]

    *ফটোশপ সিসি’র স্টার্ট উইন্ডো হতে New বাটন ক্লিক করুন।

    *অথবা, Menubar অবস্থিত File > New ক্লিক করেও New file তৈরি করা যাবে।

    *বা, কীবোর্ডের Ctrl+N চাপুন।

    *ফলে নিচের মত উইন্ডো ওপেন হবে।

    *এবারে প্রদর্শিত window Recent, সেভ, Photo, প্রিন্ট, Art & Illustration, ওযেব, Mobile, Film & Videos বিভিন্ন  Category/ ক্যাটাগরী হতে প্রয়োজনীয় Size নির্ধারণ করুন।

    *এক্ষেত্রে 659 পিক্সেল প্রশস্ত ও 400 পিক্সেল long , ৭২ Resolution, ওরিয়েন্টেশন ল্যাণ্ডস্কেপ, Color  মোড RGB Color এবং Background color  হিসেবে White color নির্ধারণ করা হয়েছে।

    *প্রয়োজনীয় অপশনসমূহ নির্ধারণ করে Create Button click  করুন।

    *লক্ষ্য করুন, আপনার নির্ধারিত মাপের নতুন Document open  হয়েছে।

    *এবারে প্রয়োজনীয় Photos কিংবা টেক্সট সংযোগ করুন।

    ওয়ার্কিং এরিয়া পরিচিতি [Familiar with the work area -Masud Computer BD]

    মেন্যু বার/ Menu bar: এটি Photoshop window সবার উপরে অবস্থান করে। এতে ফাইল , Edit, Image এবং অন্যান্য Menus/মেন্যুসমূহ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ফটোশপে কাজ করার বিভিন্ন কমাণ্ডসমূহ।

    অপশনস বার: এটি Menus/মেনুবারের নিচে অবস্থিত। কাজের ক্ষেত্রে আপনি যে Tools নির্বাচন করবেন ঐ টুলস এর বিভিন্ন অপশন প্রদর্মিত হবে।

    টুলস প্যানেল: এটি Photoshop গুরুত্বপূর্ণ একটি প্যানেল। এটি উইন্ডোর বায়ে অবস্থিত। বিভিন্ন কাজ সম্পাদনের জন্য টুলসসমূহ গ্রুপ আকারে প্রদর্শিত থাকে।

    প্যানেল: এটি উইন্ডোর ডানে অবস্থিত। এ প্যানেলে Color, layer, প্রোপার্টিস এবং অন্যান্য প্যানেলসমূহ প্রদর্শিত থাকে। Window Menus/মেন্যু হতে প্যানেলসমূহের পূর্ণ লিস্ট খুঁজে পাবেন।

    ডকুমেন্ট উইন্ডো: এটি Photoshop কাজের এরিয়া, যা Tools প্যানেল এবং প্যানেল এর মাঝে অবস্থিত। একাধিক Window ওপন করা থাকলে তা ট্যাব আকারে প্রদর্শিত হবে।

    ফাইল বন্ধ করার নিয়ম [Close File] 

    File Create কিংবা Edit করার পর তা Close করার প্রয়োজন হয়ে থাকে। এজন্য নিম্নের মত পদক্ষেপ গ্রহণ করুন।

    প্রয়োজনীয় কার্য সম্পাদন করার পর File সংরক্ষণ করুন।

    অতপর Menubar হতে File ক্লিক করে Close করুন।

    অথবা, Keyboard কীবোর্ডের Ctrl+W চাপুন।

    বি: দ্র: New Document কিংবা ওপেনকৃত File Editing করার পর যদি সংরক্ষণ না করে Close করতে চান তবে অতপর Menubar হতে File ক্লিক করে Close করুন।

    অথবা, Keyboard Ctrl+W চাপুন। কোন বার্তা প্রদর্শিত হলে No ক্লিক করুন। এক্ষেত্রে সংরক্ষণ ছাড়াই File টি Close হয়ে যাবে।

    জুমিং এবং প্যানিং [Zooming & Panning] :

    প্যানিং এবং জুমিং দ্বারা Adobe Photoshop CC তে কাজের সময় কোন চিত্রের চারদিকে নেভিগেট করার জন্য প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। Zooming & Panning অপশনগুলির সম্পর্কে অবগত হওয়া জরুরী।

    Zooming এর অর্থ চিত্রটির ম্যাগনিফিকেশন Change করা, এতে মূল চিত্রটির কোন Change হয় না। বরং এর দ্বারা কোন চিত্রের কোন নির্দিষ্ট অংশ বড়/ছোট করে ভিউ করা যায়।

    জুম টুল -Zoom Tool এটি একটি টুল, যা ডকুমেন্ট উইন্ডোর বায়ে অবস্থিত Tool প্যানেলে থাকে। যার দ্বারা কোন Image / ইমেজ বড়/ছোট করে দেখা যায়।

    জুম টুলের ব্যবহার: Tool প্যানেল হতে Zoom Tool এর ওপর Click করুন। লক্ষ্য করুন, অপশন বারে এর বিভিন্ন অপশনসমূহ প্রদর্শিত হচ্ছে। নিচের চিত্রে লাল চিহ্নিত অংশ লক্ষ্য করুন।

    ডিফল্ট অবস্থায় Zoom ইন সিলেক্ট করা থাকে। দেখুন Mouse পয়েন্টার প্লাস চিহ্ন সম্বলিত ম্যাগনিফায়ার ল্যান্সসহ প্রদর্শিত হচ্ছে। চিত্রের যে কোন স্থানে ক্লিক করুন। ফলে ছবিটি জুম-ইন হবে।

    এবারে অপশন বারের জুম ইন এর ডানের জুম আউট বাটন সিলেক্ট করুন। ফলে মাউস পয়েন্টার মাইনাস চিহ্ন সম্বলিত ম্যাগনিফায়ার ল্যান্সসহ প্রদর্শিত হচ্ছে। এবারে ছবিতে ক্লিক করলে ছবিটি জুম আউট হবে।

    নোট: Zoom in Tool  সিলেক্ট থাকাবস্থায় কীবোর্ডের Alt key চাপলে Zoom out টুল প্রদর্শিত হবে এবং ছবির উপর ক্লিক করলে Zoom out হবে।

    নোট: Zoom IN সিলেক্ট থাকাবস্থায় image জের কোন নির্দিষ্ট অংশ Zoom IN করতে চাইলে ঐ অংশ Mouse  দ্বারা ড্রাগ করে সিলেক্ট করুন।

    বি: দ্র: Keyboard Ctrl কী চেপে ধরে + চিহ্ন চাপলে Zoom IN এবং Ctrl কী চেপে ধরে – চিহ্ন চাপলে Zoom out  হবে। এটিই সব চাইতে দ্রুত ও সহজ পদ্ধতি। 

    হ্যাণ্ড টুল:

    Document window  বায়ে অবস্থিত টুলস প্যানেলে অবস্থিত। বড় কোন চিত্র যখন ওয়ার্কিং এরিয়ায় সংকুলান হয় না তখন এই টুলের মাধ্যমে প্যানিং করা যায়।

    হ্যাণ্ড টুলের ব্যবহার:

    Tool  প্যানেল হতে হাতের টুল এর ওপর ক্লিক করুন। লক্ষ্য করুন, অপশন বারে এর বিভিন্ন অপশনসমূহ প্রদর্শিত হচ্ছে।

    সমস্ত উইন্ডোজ স্ক্রোল করুন: এ অপশন Select করে প্যানিং করলে সকল Windows একসাথে প্যানিং হবে।

    100%: এটি ক্লিক করলে Open করা  Image টি 100% ভিউ হবে। 

    Fit Screen:  এটি Click করলে Image পুরো স্ক্রীণ জুড়ে প্রদর্শিত হবে।

    Undo কমাণ্ডের ব্যবহার [Using Undo Command] Photoshop CC ভার্সনসহ সকল ভার্সনেই Image  ও টেক্সট নিয়ে কাজ করার সময় বিভিন্ন Editing এর জন্য Undo, Redo এবং Step Backward কমাণ্ডসমূহ ব্যবহৃত হয়ে থাকে।

    Undo: প্রয়োগকৃত শেষ কমাণ্ডের কার্যকারিতা বাতিল করতে ব্যবহৃত হয়। মেন্যুবার হতে Edit>Undo কমাণ্ড Select করুন। অথবা, কীবোর্ড হতে Ctrl+Z চাপুন।

    Redo: প্রয়োগকৃত শেষ কমাণ্ডের কার্যকারিতা পুনরায় প্রয়োগ করতে ব্যবহৃত হয়। মেন্যুবার হতে Edit> Redo কমাণ্ড সিলেক্ট করুন। অথবা, কীবোর্ড হতে Shift+Ctrl+Z চাপুন।

    Step Backward: একাধিক স্টেপ Undo করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়। এজন্য Menubar হতে Edit>Step Backward কমাণ্ড Select করুন।

    অথবা, History প্যানেল হতে প্রয়োজনীয় স্টেপ Select করুন।

    File সংরক্ষণ করা [Save a File] Photoshop প্রয়োজনীয় Image ও টেক্সট সম্বলিত কার্য সম্পাদনের পর তা সংরক্ষণ করার প্রয়োজন হয়ে থাকে।

    প্রয়োজনে বিভিন্ন ফাইল ফরমেটে এটি সংরক্ষণ করতে পারেন। যেমন- .পিএসডি, .জেপিজি, .পিএনজি, .পিডিএফ ইত্যাদি।

    File সংরক্ষণ করতে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।


    #File Menu হতে Save/Save As সিলেক্ট করুন।

    এবারে প্রথমে ফাইল Name: এর ফাইলের নাম Type করুন এবং Save as type: অপশন ক্লিক করে প্রয়োজনীয় File Type নির্ধারণ করুন।

    অতপর সেভ বাটনে Click করুন। কোন বার্তা এলে Ok ক্লিক করুন।

    নোট: .psd ফরমেটে সংরক্ষণ করলে পরবর্তীতে File টি ফটোসপে এডিট করা সম্ভব।

    Photoshop CC এর প্রাথমিক ধারণা নিয়ে তৈরি টিউন এখানে শেষ করছি। টিউনটি ইনফরমেটিক হলে অনুগ্রহ পূর্বক বন্ধু মহলে শেয়ার করুন।

    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3