আমরা যেমন আগে থেকেই জানি যে ইউটিউবে যেমন ভিডিওর কপিরাইট আছে, আমরাও দেখি যে অডিওতে কপিরাইট আছে। সুতরাং আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করতে পারবেন না, আপনি অন্য কারো সঙ্গীত বা শব্দ ব্যবহার করতে পারবেন না। কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য আমাদের যে ভিডিওগুলো এডিট করতে হবে তাতে আমাদের অডিও যোগ করতে হবে। দেখা যায় যে অনেক নাটক বা কোন টিউটোরিয়ালে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা হয়। প্রকৃতপক্ষে, তারা যে অডিও ব্যবহার করে তা কপিরাইট মুক্ত, যার অর্থ সবাই এটি ব্যবহার করতে পারে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই মিউজিকটি ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই মিউজিকগুলো ডাউনলোড করতে হয়।
ইউটিউব নিজেই এই ধরনের বিনামূল্যে মিউজিক প্রদান করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই জানি না, যে কারণে আমরা এটি ব্যবহার করতে পারি না। এগুলো ডাউনলোডের জন্য গুগলে ইউটিউব অডিও লাইব্রেরি লিখে আপনি প্রথম সার্চ করবেন।
তারপর আপনি অসংখ্য সঙ্গীত দেখতে পারেন। আপনি মাউস বোতামটি স্ক্রোল করে আরও দেখতে পারেন।
এখান থেকে আপনি অডিওগলো বাজাতে পারেন। তাহলে আপনি গান পছন্দ করবেন। আপনি ডানদিকে ডাউনলোড বোতামে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারেন।
তারপর অডিও ডাউনলোড করা হবে এবং এখন আপনি এটি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কোন ক্রেডিট দিতে হবে না। এই মিউজিক বিষয়বস্তু নির্মাতাদের জন্য। সবাই এই মিউজিক ব্যবহার করতে পারেন। কপিরাইট মুক্ত।
যাইহোক, ইউটিউবে কিছু চ্যানেল আছে যা বিনামূল্যে অডিও প্রদান করে। কিন্তু তার জন্য আপনাকে তাদের কৃতিত্ব দিতে হবে। এর মানে হল যে আপনি যদি তাদের এই অডিও ব্যবহার করতে চান, তাহলে আপনাকে বর্ণনায় কিছু লিখতে হবে।
এখান থেকে আপনি একের পর একটা প্লে করে দেখতে পারবেন, তারপর i বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। বর্ণনায় একটি লেখা থাকবে। আপনার ভিডিওর বিবরণে এটি অনুলিপি করুন।
এইখানে নিচের link গুলো সহ আপনাকে লিখা গুলো কপি করে দিতে হবে । ভিন্ন ভিডিও তে ভিন্ন রকম থাকবে পারে । আপনি যে ভিডিও টি ব্যবহার করেবেন ওই Description থেকে কপি করে দিবেন আপনার Description এই মিউজিক গুলো আপনি সরাসরি অয়েবসাইট থেকে অ ডাউনলোড করতে পারেন
https://soundcloud.com । আর YouTube videos গুলো ও ডাউনলোড করে অডিও আকারে ব্যবহার করতে পারবেন
আশা করি কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে.
আরেকটি টিউটোরিয়াল নিয়ে কথা বলা যাক।