পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 1 জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, আগামী 10 জুলাই ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ৭ জুলাই থেকে ট্রেনের ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।
তিনি বলেন, সাধারণত ঈদযাত্রার পাঁচদিন আগের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। সে অনুযায়ী, ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট 1 জুলাই, 6 জুলাইয়ের টিকিট 2 জুলাই, 7 জুলাইয়ের টিকিট 3 জুলাই, 8 জুলাইয়ের টিকিট 4 জুলাই এবং 9 জুলাইয়ের টিকিট 5 জুলাই বিক্রি হবে৷
এছাড়া 11 জুলাইয়ের ফিরতি টিকিট 7 জুলাই, 12 জুলাইয়ের টিকিট 8 জুলাই, 13 জুলাইয়ের টিকিট 9 জুলাই এবং 14 ও 15 জুলাইয়ের টিকিট 11 জুলাই বিক্রি হবে।
রেলমন্ত্রী বলেন, টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীরা এনআইডি বা জন্ম সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট ক্রয় করতে পারবেন। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। কাউন্টারে বিক্রি হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি টিকিট বিক্রি কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি করে কাউন্টার থাকবে। প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হবে।
তিনি আরও বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদ স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এটি কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
Tags: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ,ট্রেনের অগ্রিম টিকিট,ঈদ-উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি,ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ঈদুল আজহা উপলক্ষে বাস-ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু,ট্রেনের টিকিট,
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।
আপনার জন্য আরো কিছু পোস্ট
- Get Unlimited Keyword Ideas With Free Keyword Finder
- Right Click Speed Test
- Typing Speed Test
- Word To PDF Converter
- PNG Image To PDF Converter
- How to Showcase services in Homepage of Blogger
- ডিজিটাল মার্কেটিং কী? ফেসবুক মার্কেটিং কেন, কীভাবে করবেন?
- কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন?
- How to Embed PDF in Blogger
- মাসুদ কম্পিউটার বিডি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে