ডোমেইন কি? >>> বিস্তারিত এখানে ক্লিক করুন
ডোমেইন এক্সটেনশন কি?
ডোমেইন নেমের শেষে এবং (.) ডট এর পরের অংশ কে বলা হয় ডোমেইন এক্সটেনশন। যেমন: google.com << এখানে google এর পর যে .com এটাই মূলত ডোমেইন এক্সটেনশন।
কিছু জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন
- .com
- .net
- .org
- .co
- .io
- .me
- .xyz
সাবডোমেইন কি?
ডোমেইন নেমের আগে কোন অংশ থাকলে তাকে সাবডোমেইন বলে। যেমন: template.masudcomputerbd.com এটাকে সাবডোমেইন বলে। প্রয়োজনভেদে বিভিন্ন কাজে সাবডোমেইন ব্যবহার করা হয়। এতে করে নতুন ডোমেইন কিনতে হয়না আবার মেইন ডোমেইনের জনপ্রিয়তাও বাড়তে থাকে।
ডোমেইন কেন প্রয়োজন?
আপনি যে প্রয়োজনেই ওয়েবসাইট তৈরি করতে যান, সর্বপ্রথম যেটা লাগবে তা হলো ডোমেইন। অনলাইনে নিজের অসতিত্ব জানান দেবার জন্য ওয়েবসাইট থাকাটা এখন বলতে গেলে এক প্রকার বাধ্যতামূলক আর ওয়েবসাইট তো ডোমেইন ছাড়া সম্ভব না।
ডোমেইনের চাহিদা এত পরিমাণ যে ইউনিক ডোমেইনগুলো আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগেই সব রেজিষ্ট্রেশন হয়ে গেছে। বিষয়টা এমন না যে ডোমেইন নিলেই ওয়েবসাইট তৈরি করতে হবে, আপনি একটি ডোমেন রেজিষ্ট্রেশন করে পরে যে কোনো সময় একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন।
ডোমেইন কেন প্রয়োজন?
আবার আপনার অফলাইন ব্যবসা যদি জনপ্রিয় হয়ে থাকে, তাহলে আপনার ব্যবসার নামে অন্য কেউ ডোমেইন রেজিষ্ট্রেশন করে রাখতে পারে। পরবর্তীতে আপনার কাছে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য। তাই অন্য কেউ রেজিষ্ট্রেশন করার আগেই আপনার ব্যবসার নামে নিজেই ডোমেইন রেজিষ্ট্রেশন করে রাখা উচিত। মনে আছে? আমরা বইয়ের শুরুতেই বলেছিলাম ডোমেইন এর একটা অর্থ জমি, হ্যাঁ ডোমেইন হচ্ছে ফিউচারের সম্পদ। জমি কেন প্রয়োজন আশা করছি আপনে তা ভালো করেই জানেন।
ডোমেইন নেম কেন তৈরি করা হয়েছিলো?
ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বড় কম্পিউটার নেটওয়ার্ক, যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ করা যায়, ডাটা আদান প্রদান করা হয়। এই নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটারকে সনাক্ত করার জন্য আলাদা আলাদা আইপি এড্রেস রয়েছে। যেমন একটি আইপি এড্রেস: 157.240.1.35
এই আইপি এড্রেস ধরেই কিন্তু ওয়েবসাইটে ভিজিট করা যায়। উপরের যেই আইপি এড্রেস উদাহরণসরূপ দেখিয়েছি সেটা ফেসবুকের আইপি এড্রেস। 157.240.1.35 এই আইপি যদি আপনার ব্রাউজারে URL বারে নিয়ে গিয়ে আপনি যদি এন্টার চাপেন, আপনি দেখতে পাবেন যে এটি ফেসবুকের ওয়েবসাইটে নেওয়া হয়েছে।
ডোমেইন নেম
এখন সবার পক্ষে এই কঠিন আইপি এড্রেস মনে রাখা সম্ভব নয়, আবার আইপি এড্রেস মাঝেই মাঝেই চেঞ্জ হয়। ইন্টারনেটে এমন হাজার হাজার ওয়েবসাইট রয়েছে মনে রাখলেও বা কয়টি আইপি মনে রাখা যাবে? তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যই ডোমেইন নেম সিস্টেম বা DNS তৈরি হয়েছিলো। যেখানে কোন আইপি এড্রেস মনে রাখতে হয়না ডোমেইন নেম মনে রাখলেই হয়।
Tags: ডোমেইন কেন প্রয়োজন?, ডোমেইন এক্সটেনশন কি?, সাবডোমেইন কি?, ডোমেইন কি,ডোমেইন,ডোমেইন কেনার নিয়ম,ডোমেইন হোস্টিং,ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন,ডোমেইন কেনার আগে,ডোমেইন নেম এ www থাকে কেন,ডোমেইন হোস্টিং কি,কেন ওয়েব সাইট প্রয়োজন?,ডোমেইন কেনার ভুল,ডোমেইন নেম কেন কিনতে হয়,ডোমেইন কন্ট্রোল প্যানেল,কেন ওয়েব সাইট প্রয়োজন,ডোমেইন নেইম,ডোমেইন কিভাবে কিনব,ডোমেইন নেম কি,বিটিসিএল ডোমেইন,ডোমেইন হোস্টিং কেনার আগে,ডোমেইন নেম সিস্টেম কি,ডোমেইন কী ?,ডোমেইন কাকে বলে,ডোমেইনের মালিকানা,কনটেন্ট ডোমেইন কি,ডোমেইন কি ict, Why domains are needed? What is a domain extension? What is a subdomain?domain extension,domain extensions,what is domain extension,which domain extension is best,what is a domain name,domain extension types,domain,domain name,domain name extensions,what is domain name,what is domain extension?,list of domain extensions,best domain extensions,best domain extensions for seo,what is a domain extension?,design domain extension,choosing a domain name,domain names,what is domain,what is domain extension,what is a subdomain,how to create a subdomain,what is subdomain,subdomain,create a subdomain,why use a subdomain,subdomains,what is a sub domain name,what is a subdomain and how does it work,domain vs subdomain,what is a sub domain,why create a subdomain,what is domain,subdomain godaddy,subdomain explained,creating a subdomain,what is subdomain in hindi,what is sub domain,what is subdomain in adsense,what is a subdomain? | godaddy,সাব ডোমেইন কি?,সাবডোমেইন,সাব-ডোমেইন,ডোমেইন বনাম সাবডোমেইন,কিভাবে সাবডোমেইন ব্যাবহার করবেন,কিভাবে সি-প্যানেল থেকে সাবডোমেইন তৈরি করবেন,সাব ডোমেইন কি,ডোমেইন কি,ডোমেইন কি ict,ডোমেইন কিভাবে কিনব,ডোমেইন নেম কি,টপ লেভেল ডোমেইন কি,ডোমেইন কি হস্টিং কি,কান্ট্রি ডোমেইন কি,ডোমেইন কাকে বলে,কিভাবে সাব ডোমেইন ক্রিয়েট করবেন ?,ডোমেইন কেনার ভুল,ডোমেইন কেনার আগে,ডোমেইন কত প্রকার,ডোমেইন হোস্টিং কি,ডোমেইন রেঞ্জ,ডোমেইন কেনার নিয়ম,ডোমেইন কেনার ভিডিও,ব্লগের ডোমেইন,
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।