কিভাবে ওয়ার্ডপ্রেস পারমালিঙ্ক পরিবর্তন করতে হয়?

  1. Permalink

Permalink

Permalink হলো একটি ওয়েবসাইট বা ব্লগের কোন পেজ বা পোস্ট এর স্থায়ী URL(Uniform Resource Locator) বা লিংক। Defult ভাবে ওয়ার্ডপ্রেসে “Plain” query string format এ লিঙ্ক গুলো সেট করা থাকে। যা দেখতে কিছুটা এরকম 

How to Change WordPress Permalinks?

https://masudcomputerbd.com/bn/blog/website-builder/

এক কথায়, পারমালিঙ্ক হলো কোন ব্লগ বা ওয়েবসাইটের পেজ বা পোস্টের এড্রেস। যা সময়ের সাথে বা নিজে পরিবর্তন না করা পর্যন্ত পরিবর্তিত হয় না। অর্থাৎ যে পোস্ট বা ওয়েবপেজ এর জন্য যে পার্মালিংক সেট করা হয় সেটি অপরিবর্তিত থাকে। তবে আমরা চাইলে তা নিচের দেওয়া বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করতে পারি।


সাধারণত পোস্টের নাম বেশিরভাগ সময় পারমালিঙ্ক হিসাবে ব্যবহৃত হয়। কারণ এটি এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) বন্ধুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ এবং এসইও প্লাগইন পোস্টের নাম পার্মালিঙ্ক হিসেবে রাখার পরামর্শ দেন। কিন্তু আপনি আপনার ইচ্ছা মত পারমালিংক রাখতে পারেন।


পারমালিঙ্ক পরিবর্তন করার জন্য আমাদের প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করতে হবে। তারপর বামপাশের মেনুগুলোর মধ্য থেকে Settings এ মাউস পয়েন্টার হবার বা রেখে দিলে ৭ টি অপশন দেখা যাবে। এখানে থেকে সরাসরি Permalinks এ ক্লিক করতে হবে।



এই পেইজে বিভিন্ন ফরম্যাট দেখতে পারবো সেখান থেকে আমাদের পছন্দের পারমালিঙ্ক টি সিলেক্ট করে Save Changes বাটনে করতে হবে। একইভাবে আবারও Save Changes বাটনে ক্লিক করুন। তাহলেই আমাদের পারমালিঙ্ক টি পরিবর্তন হয়ে যাবে।



নোটঃ আপনি যে অপশনই সিলেক্ট করে পারমালিংক সেট করেন না কেন। এটি সেট করার জন্য দুইবার Save Changes বাটনে ক্লিক করে দুইবার সেভ করতে হবে।


Newer post Older post
ads1

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

আপনার জন্য আরো কিছু পোস্ট

RELATED ARTICLES

    ads3