উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
2. প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি।
3. প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ৭২ ফুট চার লেনের রাস্তা।
উত্তরঃ নিচে।
5. প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটার।
6. প্রশ্নঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: উভয় প্রান্তে 14 কিলোমিটার।
7. প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্প কত কিলোমিটার শাসন করেছে?
উত্তর: উভয় দিকে ১৪ কিলোমিটার।
8. প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় কত?
উত্তর: মূল সেতুতে ২৬ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
9. প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদী ব্যবস্থাপনার ব্যয় কত?
উত্তরঃ ৬ হাজার ৭০৬ কোটি ৭১ লাখ টাকা।
10. প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল কত?
উত্তর: প্রায় ৪ হাজার।
11. প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।
12. প্রশ্নঃ পদ্মা সেতুর উচ্চতা পানির স্তর থেকে কত?
উত্তর: 60 ফুট।
13. প্রশ্ন: পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।
14. প্রশ্ন: প্রতিটি স্তম্ভের জন্য কয়টি পাইলিং?
উত্তর: ৬টি।
15. প্রশ্ন: পদ্মা সেতুতে কী থাকবে?
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
16. প্রশ্নঃ পদ্মা সেতু কী প্রকার সেতু?
উত্তর: কংক্রিট ও স্টিল দিয়ে দ্বিতল এই সেতুটি নির্মাণ করা হয়েছে।
17. প্রশ্নঃ পদ্মা সেতুর পিলারের সংখ্যা কত?
উত্তর: ৪২।
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
19. প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর,২০১৬।
20. প্রশ্ন: শেষ / ৪১তম স্প্যানটি কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তরঃ ১২ ও ১৩ নম্বর খুঁটিতে।
21. প্রশ্নঃ প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৫০ মিটার।
22. প্রশ্ন: সংযোগকারী স্থানগুলো কি কি?
উত্তরঃ মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।
23. প্রশ্নঃ পদ্মা সেতুর কাজ কত সালে শুরু হয়?
উত্তর: ২০১৪ সালের ডিসেম্বরে।
24. প্রশ্নঃ পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোন দিনে বসানো হয়?
উত্তরঃ বিশ্ব মানবাধিকার দিবসে।
25. প্রশ্নঃ নদীর উপর বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু।
26. প্রশ্নঃ পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শেষ হবে?
উত্তর: ২০২২ সালের জুনে।
27. প্রশ্ন: 41টি স্প্যান ইনস্টল করতে কত দিন সময় লাগে?
উত্তরঃ ৩ বছর ২ মাস ১০ দিন।
28. প্রশ্নঃ কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মোট ২৯টি ।
29. প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান পদ্মা সেতুর নকশা করেছে?
উত্তরঃ AECOM
ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন ।
ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন ।
আপনার জন্য আরো কিছু পোস্ট
- Typing Speed Test
- Word To PDF Converter
- PNG Image To PDF Converter
- How to Showcase services in Homepage of Blogger
- ডিজিটাল মার্কেটিং কী? ফেসবুক মার্কেটিং কেন, কীভাবে করবেন?
- কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন?
- How to Embed PDF in Blogger
- মাসুদ কম্পিউটার বিডি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে
- Get Unlimited Keyword Ideas With Free Keyword Finder
- Right Click Speed Test