নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে বক্তব্য বা ভাষণ

    নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে বক্তব্য বা ভাষণ দেওয়ার নমুনা:

    প্রিয় ভাই ও বােনেরা ,

    আমরা জানি এমন একসময় স্কুলে কলেজে অথবা মাদ্রাসায় আমাদেরকে ভাষণ দিতে হবে । কিন্তু অনেকই  আমরা বুঝতে উঠতে পারো না কিভাবে ভাষণ শুরু করব ও কিভাবে ও বলবো। কারণ অনেকে মনে করতে পারি যে, আমি তো কখনো মঞ্চে উঠে ভাষণ দেইনি বা আমার তো কোন দেওয়ার অভিজ্ঞতা নেই । তাহলে আমি কিভাবে ভাষন দিতে পারি বা আমার কি করার আছে। আজকে আমি তোমাদের জন্য একদম সহজ একটি পদ্ধতি জানাবো । যে পদ্ধতিটি  যে কেউ অনুসরণ করে খুব সহজেই ভাষণ দিতে পারবে আশা করি।

    ভাষণ শুরু করার নমুনাঃ 

    মনে রাখতে হবে যে, প্রথমে যারা মঞ্চে উপস্থিত রয়েছে এছাড়াও অত্র প্রতিষ্ঠানে অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে তাদের সবাইকে সম্ভাষণ অথবা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বক্তব্য শুরু করতে হবে ।

    অবশ্যই সভাপতি সাহেব কে সবার আগে সম্ভাষণ জানাতে হবে এবং পর্যায়ক্রমে একে একে সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় করে তারপর মূল আলোচনায় ঢুকতে হবে।

    সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়ে গেলে যে বিষয়ে বক্তব্য প্রদান করবে সেই বিষয়ে আপনাকে অবশ্যই ধীরে ধীরে আলোচনা সামনে এগিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে যেন তথ্যবহুল একটি বক্তব্য প্রদান করা যায়।  এরপর মূল আলোচনা বিশেষ করে সকলের কাছ থেকে বিদায় নিতে হবে।  বক্তব্য শেষে সবার প্রতি একটি অঙ্গীকার নিতে হবে।  আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি এবং কেন আমরা এখানে সমবেত হয়েছি, ভবিষ্যতে আমরা এখান থেকে কি নিয়ে যাচ্ছি এধরনের কয়েকটা অঙ্গীকার নিয়ে বক্তব্য শেষ করা ভালো। কয়েকটা নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজে বক্তব্য দিতে পারবে।

    নিচে একটি নমুনা বক্তব্য তুলে ধরা হয়েছে আশা করছি তোমাদের কাছে এটা ভালো লাগবে।

    আমি মি/মো/মোছা.:,,,,,,,,, আজকের এই নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অথিতি,বিশেষ অথিতি সহ আমার প্রিয় নবীন ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম, প্রিতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এই রকম নামকরা একটি প্রতিষ্ঠানের একজন ছাত্র/ছাত্রী হিসেবে আজ থেকে আমার নতুন শিক্ষা জীবন শুরু করছি। এই প্রতিষ্ঠান একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগীতাপূর্ণ মনোভাব রাখেন এটা আমারা শুনে এসেছি। তো আজকের এই দিনে আমি আশা রাখবো যে আগামী দিনেও যেনো এই প্রতিষ্ঠান তার সুনাম আরো বৃদ্ধি করতে পারে, সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠানে আমাদের যে নতুন পথচলা শুরু হলো সেটা যেনো সফলতার সাথে আমরা সমাপ্ত করতে পারি .

    জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পরে আমরা  আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি । এখানে রয়েছে জ্ঞানচর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন-পাঠনের মাধ্যমে বিকশিত হোক আমাদের মেধা ও মননশীলতা— এটিই আমাদের প্রত্যাশা।

    আমরা জেনে খুুশি হয়েছি যে  আমাদের এ কলেজ থেকেই অতীতে পড়ালেখা করে জ্ঞানীগুণী পণ্ডিত হিসেবে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন অনেকে। ডাক্তার, প্রকৌশলী, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক হিসেবে এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই পরবর্তী জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন সমাজে। আমরাও তাদের মতোই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করব ।

    আমাদের এ শিক্ষালয়ের দীর্ঘদিনের এক সুমহান ঐতিহ্য ও খ্যাতি রয়েছে দেশব্যাপী। এখানকার শিক্ষা-শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল সারাদেশে আলোড়ন সৃষ্টি করে প্রতিবছরই। আজ আমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছি, আমাদের সাদরে বরণ করে নিয়ে আমাদেরকেও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার করার জন্য অনুরোধ করছি । আশা করি, এ প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে আমরাও অবদান রাখতে পারব।

    এ প্রতিষ্ঠানে আমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক এটার জন্য সকলে কাছে দোয়া প্রার্থনা করছি । এখানকার শিক্ষা নিয়ে আমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হতে চা্ন। এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।


    নবীন বরণ উক্তি, নবীন বরণ অনুষ্ঠানের কবিতা, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা, নবীনদের পক্ষ থেকে কবিতা, নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন, নবীন বরন উক্তি, নবীন বরণ english, Dear students, You often have to give speeches in your school, college or madrasa. But many times you do not understand how to start and what to say. I have never had the experience of giving a speech on the stage. In this case, what do I have to do? Today I will tell you a very simple method of giving a speech. Anyone who follows that method can give a speech very easily. A very general rule of thumb for giving a speech is that first all those who are present on the stage as well as other persons present in the institution should start the speech by giving a greeting or a warm welcome. Of course, you have to greet the President first and then exchange greetings with everyone one by one and then enter the main discussion. Once you have given a warm welcome to everyone, you must slowly move forward to discuss what you will be talking about. Try to provide an informative statement. Then the main discussion, especially from everyone to say goodbye. At the end of the speech, a promise must be made to everyone. What is the purpose of today's event and why are we gathered here? If you follow a few rules, you will be able to speak very easily. Below is a sample statement. I hope you like it. I m / mo / delete .: ,,,,,,,,, My greetings, affection and best wishes to all my dear new brothers and sisters, including the President, the Chief Guest, the Special Guest, who are present at today's New Baran. I am very happy today that I am starting my new education life as a student of such a reputed institution. This organization is a reputed organization. We have heard that those who teach here have a very sincere and cooperative attitude. So today, I hope that in the future, this organization can further enhance its reputation, as well as we can successfully complete the new path that we started in this organization from today. After the successful completion of one of the most important episodes of life, we have today entered the realm of completely new and free knowledge. There is an open space for the pursuit of knowledge and a wonderful opportunity to develop independent thinking. May our intellect and mindfulness develop through constant pursuit and reading — this is our expectation. We are happy to know that many have gained a reputation in the country and internationally as knowledgeable scholars by studying in the past from this college. Many students of this institute have established themselves in the society in later life as doctors, engineers, politicians, writers and journalists. We will brighten the face of the country and the nation like them. Our school has a long and glorious tradition and reputation all over the country. Education-discipline, good student-teacher relations, enviable results in exams cause a stir all over the country every year. We welcome those of us who have come here today with new vitality and immense potential, and we urge them to share in the glorious responsibility of preserving our heritage. Hopefully, we can also contribute to the glory of this organization. I pray for all to make our educational life successful and glorious in this institution. With the education here, we want to be engaged in the welfare of the nation and the world humanity. I am ending in this expectation. Thanks everyone, good luck to everyone.
    Newer post Older post
    ads1

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    ডোমেইন হোস্টিং সার্ভিস এই লিংকে চাপ দিন

    ওয়েব ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এই লিংকে চাপ দিন

    ডোমেইন চেকার এই লিংকে চাপ দিন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ads3